Powered By Blogger

Saturday, April 6, 2024

প্রবন্ধঃ ধ্বংসের পূজারী।

পোষ্টটা ধর্মকে নীচা দেখানোর জন্য তৈরী করা হয়েছে। পোষ্টটা ছিল সৎ অসৎ-এর লড়াই নিয়ে। বিজ্ঞানের জায়গায় ছিল সৎ আর ধর্মের জায়গায় ছিল অসৎ। সৎ-এর জায়গায় বিজ্ঞান আর অসৎ জায়গায় ধর্ম শব্দ বসিয়ে ধর্ম আর অসৎকে এক জায়গায় এনে সমার্থক ক'রে ধর্মকে নীচা দেখাতে বোঝাতে চেয়েছে যাহা ধর্ম তাহাই অসৎ আর যাহাই সৎ তাহাই বিজ্ঞান। এটা যেন পোষ্টদাতা বা প্রচারকরা ভুলে না যায় সারা পৃথিবীতে ধর্মকে উৎখাত করার জন্য কম্যুনিষ্টরা একসময় অনেক চেষ্টা ক'রেছিল এবং অবশেষে নিজেরাই মুছে গেছে সারা পৃথিবী থেকে। এর থেকেও শিক্ষা নেয়নি ধর্মবিরুদ্ধবাদীরা। আবার নোতুন ক'রে বালখিল্য পন্ডিতরা দিবাস্বপ্ন দেখতে দেখতে সেই কম্যুনিষ্টদের মতো গোড়া কেটে আগায় জল দেবার মত সৃষ্টির মূল বুনিয়াদ ধর্ম অর্থকে না বুঝে দু'পাতা বিজ্ঞান পড়ে বিজ্ঞানের বালখিল্য জ্ঞান নিয়ে বিজ্ঞানকে হাতিয়ার ক'রে অল্পবিদ্যা ভয়ঙ্ক্ররীর মতো মূলত অসৎ পথের ওপর দিয়ে হেঁটে উপড়ে ফেলতে চাইছে, উৎখাত করতে চাইছে ধর্মকে। ন্যাড়ার বেলতলায় বারবার যাওয়ার মতো অতীত থেকে কোনও শিক্ষা এরা নেয় না কুত্তার ল্যাজের মতো। এরা নিজেরা জীবনে প্রকৃতপক্ষে অসুখী এবং হতাশা ও অবসাদগ্রস্থ জীব। হতাশা ও অবসাদ্গ্রস্থতার ওপর দাঁড়িয়ে এরা নিজের জীবনকে ও নিজেদের পরিবারকে তো নষ্ট করেছে আর সেই কারণেই এরা সুখী বা খুশী দেখতে চায় না কাউকেই। এরা প্রকৃতই ধ্বংসের পূজারী।
এদের যদি বলা হয় আপনারা আসুন ধর্ম্ম, ঈশ্বর, বিজ্ঞান নিয়ে যুক্তির ওপর দাঁড়িয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনায় অংশ নিন, টেবিল টকে বসুন সেখানে তারা রাজী নয়, পিছু হ'টে যায় তারা সেই প্রশ্নে। ধর্মের নামে অধর্মীয় আচরণ, ক্রিয়াকলাপ এবং ঈশ্বরের নামে, তাঁর পূজার নামে অলৌকিকতার প্রচার, বিজ্ঞানের আড়ালে ঈশ্বরের ও ধর্মের বুঝরুকির বিরুদ্ধে আপনারা খড়্গহস্ত হ'ন, রূখে দাঁড়ান বললে সেই বেলায় কেটে পড়বে। পেটে বোমা মারলেও 'ক' অক্ষর সদৃশ্য জ্ঞানের প্রকাশ তখন হবে না। অথচ ধর্মের ওপর, ঈশ্বরের ওপর রে রে ক'রে তেড়ে আসবে গাঁয়ে মানে না আপনি মোড়লের মতন।
আসলে এর জন্যে দায়ী সাধারণ সীমাহীন ভাঙাচোরা মূর্খ, দূর্বল, ভীরু, কুসংস্কারাছন্ন, বৃত্তি-প্রবৃত্তিতে আপাদমস্তক ডুবে থাকা অজ্ঞানী মানুষ। এই ধরণের মানুষ জ্ঞানের আলো থেকে দূরে বহুদূরে থেকে তুকতাক, ঝাড়ফুঁক, তাবিজ মাদুলি, আংটি, পাথর, লাল গেরুয়া নানা রঙের সুতো, বাবাজী মাতাজী, আকাশের ভগবান, অদৃশ্য ভগবান, বোবা ভগবান, ফটো বা মূর্তির ভগবান, পশুবলি অর্থাৎ সর্বাঙ্গে রক্ত, হাড়, মাংসে মাখামাখি হ'য়ে বীভৎস অমানুষী প্রথায় পূজিত ইত্যাদি দেবদেবী নির্ভর একতাল মাংস সদৃশ জড় মানুষ অন্ধের মতো ধর্মের নামে যত অধর্মীয় আচরণ, রীতিনীতি, পুজোপাঠ ইত্যাদিকে গলাধঃকরণ ক রে অজ্ঞানতার অন্ধকারে ডুবে থেকে। তাই ধর্মের ও ঈশ্বরের পূজার প্রকৃত অর্থ বুঝতে না পারা বা না বোঝা মানুষ আজ সুযোগ ক'রে দিয়েছে ও দিচ্ছে উদারতার ভঙ্গী নিয়ে থাকা ভালোমানুষীর মুখোশ পড়া সুযোগসন্ধানী ধান্দাবাজ, অসৎ, কপট শয়তান মানুষকে তাদের সুবিধা ক'রে দেবার জন্য

No photo description available.

No comments:

Post a Comment