ভগবান নেই তাই শয়তান! শয়তান ব'লে কিছু নেই। ভগবানকে জীবনের মূল কেন্দ্রে বসাও শয়তান পালিয়ে যাবে।
জীবনে মাথার ওপর বিগ্রহ নেই তাই গ্রহের দাপট! গ্রহদোষ ব'লে কিছু নেই। বিগ্রহ অর্থাৎ বিশেষ গ্রহ বৃহস্পতিকে জীবনে গ্রহণ করো। বৃহস্পতি অর্থাৎ ঈশ্বর, স্বয়ং জীবন্ত ঈশ্বর! জীবন্ত ঈশ্বর হ'লেন পরমপ্রেমময় শ্রীশ্রীরামচন্দ্র, শ্রীশ্রীকৃষ্ণ, শ্রীশ্রীবুদ্ধ, শ্রীশ্রীযীশু, শ্রীশ্রীমোহাম্মদ, শ্রীশ্রীমহাপ্রভু, শ্রীশ্রীরামকৃষ্ণ ও সর্ব্বশেষ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র। তাঁদের জীবনে গ্রহণ করলে গ্রহদোষ কেটে যাবে।
গ্রহদোষ মানে ঠাকুর বললেন গ্রহণ দোষ। জীবনে খারাপ যা কিছু গ্রহণ করলে জীবন ধ্বংস হয় তাই গ্রহণ দোষ অর্থাৎ গ্রহদোষ। আর বিগ্রহ অর্থাৎ বিশেষ গ্রহ অর্থাৎ জীবন্ত ঈশ্বরকে জীবনে গ্রহণ করলে জীবন সুন্দর হয়, মিষ্টি হয়, ব্যালান্সড হয়। তাই বিগ্রহ অর্থাৎ গ্রহের গ্রহ বিশেষ গ্রহ সর্ব্বশেষ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রকে জীবনে গ্রহণ করো, মাথার ওপর বসাও গ্রহদোষ কেটে যাবে। জীবন হ'য়ে উঠবে আলোময়, রুপময়, রসময়, মধুময়!!!!
(লেখা ৮ই মে' ২০২১)
No comments:
Post a Comment