আর যারা শ্রীশ্রীঠাকুরের দিয়ে যাওয়া অমূল্য সম্পদ অহঙ্কার ও অজ্ঞতাবশে তাঁকে ধর্ম্মজগতের লোক মনে ক'রে তুচ্ছতাচ্ছিল্যে অবহেলায় একটু কৌতুহলবশতও তাঁর অমূল্য সম্পদ উল্টেও দেখলো না। তাঁরা বঞ্চিত হ'লো মানবজাতির জন্য বিশ্বের বিস্ময় সর্ব্বশ্রেষ্ঠ বিস্ময়ের দিয়ে যাওয়া অমূল্য সম্পদ থেকে। অথচ তাঁরা বিদেশের বিভিন্ন মনিষীদের গ্রন্থ অধ্যয়নে তৃপ্তি পান ও গর্ব বোধ করেন।
তাই বোধহয় সর্ব্বদর্শী শ্রীশ্রীঠাকুরকে যখন বিশ্বগুরু ব'লে প্রচার করতে শুরু করেছিল তাঁর প্রিয় ভক্তরা তখন তিনি খুব দুঃখ পেয়েছিলেন এইভেবে, তাঁর অবাধ চলা থেমে গেল ব'লে। কারণ এখন তিনি ধর্মীয় ট্যাগে আবদ্ধ হ'য়ে গেলেন। সেদিন তাঁর কথা, আদেশ, নিদেশ তাঁর ভক্তমন্ডলী শোনেননি। একশ্রেণীর মানুষ অর্থাৎ ধর্মীয় জগতের মানুষ ছাড়া অন্যদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা কঠিন বড় কঠিন হ'য়ে দাঁড়ালো। এমনকি ধর্ম জগতেরও সবার কাছে তাঁর গ্রহণযোগ্যতা থাকলো না। আর এই ভয়ংকর প্রতিবন্ধকতা বিশ্বের ৮০০কোটি মানুষের কাছে পৌঁছনোর পথে হিমালয় সদৃশ বাধার পাহাড় হ'য়ে দাঁড়ালো। কঠিন, ভীষণ কঠিন, সাঙ্ঘাতিক জটিল হ'য়ে দাঁড়ালো তাঁর মিশন বিশ্বময় ছড়রায়ে দিতে, মানবসমাজে fullfill করতে।
সেই কঠিন, দুরূহ, প্রতিমুহূর্তে হাজারো সমস্যা, দুখ-কষ্ট-আঘাতে ভরা কন্টকাকীর্ণ পথ ক্লান্তিহীন, শ্রান্তিহীন হেঁটেছেন শ্রীশ্রীঠাকুরের আত্মজ এ যুগের পরমভক্ত হনুমান শ্রীশ্রীবড়দা, তদপরবর্তী ইষ্টপ্রাণ ভক্তপ্রবর শ্রীশ্রীদাদা, হেঁটে চলেছেন নির্ঘুম দিনের পর দিন রাতের পর রাত শ্রীশ্রীঠাকুরের স্বপ্নপূরণে আমাদের নিয়ে আমাদের সবার প্রিয় ভালোবাসাময় ঈশ্বরকোটি পুরুষ আচার্যদেব শ্রীশ্রীবাবাইদাদা।
ঈশ্বরকোটি মানুষ আচার্যদেব শ্রীশ্রীবাবাইদাদার ৫৬তম জন্মদিনে জানাই আভুমি প্রণাম।
No comments:
Post a Comment