Powered By Blogger

Thursday, May 11, 2023

কবিতাঃ করো ক্ষমা, দিও সাথ।

হে দয়াল! প্রতিমুহূর্তে হ'য়ে যাচ্ছে হাজারো ভুল!
কি করি, বুঝিতে না পারি, শ্যাম রাখি না কুল!?
জাল ফেলে মাছ ধরে জেলে ডাঙায় মাছ ছটফটায়
ভুলের জালে জড়িয়ে ছেলেমেয়ে তেমনি দয়াল
দেখি সকালেই বিকেলের ফুল হ'য়ে হাঁপায়!
দেখে দেখে আমার চারপাশে সব হ'য়ে গেছি শব
মাছের মতো আমিও তেমনি আজ পড়ে আছি নিথর
ভুলের জালের সুতোর প্যাঁচে বন্দী আমি আজ
টেনে চলেছি নিতে শ্বাস বুকের মাঝে যেন হাপর।
জানি তুমি দয়াময় সদা হাস্যময় আছো আমার পাশে
স্বাদ জাগে প্রাণে দেখিতে তোমারে বুক কাঁপে যখন ত্রাসে।
আমার প্রিয়জনে তুমি দাও শক্তি দাও বাড়িয়ে তোমার হাত
তুমি যে প্রভু মোদের পরমপিতা মোদের ভুল করো ক্ষমা
জড়ায়ে প্যাঁচায়ে রাখো মোদেরে প্রভু ত্যাজিও না কভু
তুমি না রাখিলে কে রাখিবে বলো অবুঝ প্রাণেরে দিও সাথ।
( লেখা ২৩শে এপ্রিল' ২০২৩ )

No comments:

Post a Comment