Powered By Blogger

Thursday, May 4, 2023

কবিতাঃ জীবন-যৌবন!

একেই কি বলে জীবন? 
যেখানে প্রতিমুহূর্তে, প্রতি পলে পলে 
মরণ জীবনকে করে স্মরণ!? 
একেই কি বলে যৌবন? 
যেখানে কথায় কথায় শৌর্য-বীর্যের হয় ক্ষরণ!?
জীবন! যৌবন তো দু'দিনের! 
তবে কেন করো অহংকার!?
কেন করো খতম নিজেরে, নিজের ভবিষ্যতের!?
একদিন তো যেতেই হবে চ'লে দু'দিনের এই জীবন ফেলে!
তবে কেন করো অপমান নিজেরে? 
নিজের সত্তারে? 
কাটাও কেন জীবন অবহেলে!?
উদ্দাম তুমি ছুটছো জীবন উদোম হ'য়ে এ সংসারে!
সং সাজায় সার হ'লো জীবন, 
মুছে গেল জলরং দিন শেষে সাঁজবেলাতে!
জীবন খেয়ায় তোমার নেইকো পাল, নেইকো মাঝি;
তুলবে কে পাল আর টানবে কে দাঁড় বলো আজি!?
কথার তোড়ে ভাসিয়ে খেয়া চলতে চাও চিরদিন?
পশ্চিমে অসময়ে যে ডুবছে তরী রিপুর টানে প্রতিদিন!
খেয়াল রাখো কি তায়? 
জীবন যে হচ্ছে শেষ শুরুতেই হায়!!
জীবন 'জীবন' খুঁজে পাচ্ছো কি সেথায়? 
বুকে হাত দিয়ে বলতে পারো?
সন্ধ্যা ছায়ায় ভরছে যে জীবন! 
সকালেই বিকেলের ফুল হ'য়ে কেন ঝ'রে পরো!?
দাঁড়াও জীবন! থমকে একটু দাঁড়াও!
'জীবন' খুঁজে নিশ্চিত পাবে তুমি 
বলছি আমি আমার সাথে এসো!
আমার সাথে দয়াল আছে আর দয়াল সাথে আনন্দ আছে, 
আছে পরম শান্তি;
শান্তি যেথায় সুখ সেথায় আছে ভরপুর জীবন! 
চলে এসো, ছুটে এসো,
নষ্ট ক'রো না তোমার যৌবন জীবন 
আমার সাথে তাঁর চরণতলে বসো!!
(লেখা ৫/৫/২০১৯)

No comments:

Post a Comment