Powered By Blogger

Monday, May 29, 2023

কবিতাঃ সাবধান হও।

শেষের সেদিন ভয়ঙ্কর' সময়ে হও সাবধান।
ভবিষ্যৎ কে পাও ভয়; করো নাম অবিরাম।।
তোমার আজকের দুর্দশা অতীতের কর্মফল।
আজকে ঠাকুরের সঙ্গে বেইমানি, নেমকহারামী?
করছে অপেক্ষা ভবিষ্যতে এর ভয়ঙ্কর ফল।
ভাবছো ব'সে কানে কানে মন্ত্রণা ক'রে 
দিচ্ছো যন্ত্রণা আমারে? তোমারে বধিবে যে, 
গোকুলে বাড়িছে সে; এখনো আছে সময়
পারো যদি চিনে নাও তাহারে।
সাবধান গুরুভাই! সাবধান!! 
চিরদিন কাহারো সমান নাহি যায়। 
বার্ধক্য আর বিছানা হাতছানি দিয়ে ডাকছে; 
বলছে ফিসফিসিয়ে,'কাছে আয়, কাছে আয়।'
মন্ত্রণা ক'রে যন্ত্রণা দিতে ঘরে গিয়ে 
ভাঙনের বিষ্ঠা এলে ঢেলে। 
দিনের শেষে রাতে যবে ঘরে একলা হবে 
দেখো ভেবে আঁধার ঘরে কি বপন ক'রে এলে!
দয়ালের কাজ করবে ব'লে 
দল বেঁধে সবাই হ'চ্ছো জড়ো। 
আস্তিনের তলায় আছে 
'মরো, মারো, বাঁচাকে অবলুপ্ত করো' 
তত্ত্বের ভয়ঙ্কর অস্ত্র লুকানো!
সব ভুলে গেলে পুরানো দিনের কথা!? 
হাত ধ'রে যে নিয়ে এলো একে একে সবারে 
যারা ছিল আঁধারে তারা সবে মিলে 
ব্যথা দিলে দয়ালেরে!?
যতই আসুক ঝড় তুফান,
ব'য়ে যাক পাগলা বাতাস!
বুকের গভীরে আছে দয়াল আমার,
ভয় কি? করি না হা হুতাশ।
ধর্ম আছে কোথায়? ঈশ্বর কে?
ধর্ম আছে ভালোবাসায়, প্রেমে।
ঈশ্বর পরমপ্রেমময় যে।
মনে রেখো বন্ধু এই সারকথা
ডুব দাও সেথায় ভালোবাসা-প্রেম আছে যেথা।


No comments:

Post a Comment