Powered By Blogger

Friday, May 12, 2023

প্রবন্ধঃ সমাজ কো বদল ডালো (৫)

গুরুভাইকে 'তুমি একা, কেউ নেই পাশে' বলাতে গুরুভাইয়ের মুখটা একটু বিবর্ণ হ'য়ে গেল মনে হ'লো! সত্যিই তো কারই বা ভালো লাগে এই কথা শুনতে। কিন্তু সত্যিই কি গুরুভাই একা! গুরুভাইয়ের পাশে কেউ নেই এই কথা যেমন সত্যি ঠিক তেমনি সত্যি গুরুভাই একা নয়! গুরুভাইয়ের মত মানুষ প্রচুর আছে! তবে তারা একত্রে একজায়গায় নেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রয়েছে ঘরে ঘরে ছুপা রুস্তমের মত! সবাই সবাইকে দেখতে পাচ্ছে কিন্তু জানতে পারছে না সেও তার মত একা, নিঃসঙ্গ! ছুটে বেড়াচ্ছে দু'পায়ের উপর ভর দিয়ে চার পায়ে জীবের মত! সভ্যতার আলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তবুও কোথায় যেন অসভ্যতার ঘোর অন্ধকার ঢেকে ফেলেছে সমাজ জীবন, ব্যক্তি জীবনের আকাশ! সবাই ছুটছে এই ঘোর অন্ধকারের সংকীর্ণ পথ বেয়ে! শিক্ষিত-অশিক্ষিত, লেখাপড়া জানা-না জানা, গরিব-বড়লোক, মূর্খ-পন্ডিত, সুস্থ-অসুস্থ, সুখী-অসুখী সবাই ছুটছে! ছুটছে হিতাহিত জ্ঞান হারিয়ে আলো ভেবে আরও গভীর অন্ধকারের দিকে মরীচিকার পেছনে জল ভেবে যেমন মানুষ ছোটে! এক সীমাহীন অস্থিরতার তীব্র কটু গ্যাস সমাজের মাথার উপরে বাসা বেঁধেছে! সবাই এই তীব্র অম্ল কটু গ্যাস সর্বাঙ্গে মেখে নিয়ে নিঃশ্বাসে প্রশ্বাসে একাকার হ'য়ে ছুটে চলেছে! ছুটে চলেছে সবাই সবাইকে পিছনে ফেলে! সবাই সবাইকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে, ল্যাং মেরে, কনুই দিয়ে গুঁতিয়ে নিজের লক্ষ্যে পৌঁছতে চাইছে! কে মুখ থুবড়ে পড়ে গিয়ে পায়ের তলায় পিষ্টে গেল কারও সময় নেই মুখ ঘুরিয়ে দেখার! যদি কারো ইচ্ছেও থাকে মুখ ঘুরিয়ে দেখার সেও পরিস্থিতি পরিবেশের চাপে উচ্ছেদ হ'য়ে যাবে! আর উচ্ছেদ হ'য়ে যাবে দূরের লোকের চেয়েও কাছের লোকের চাপে রাতারাতি!

এই অবস্থায় কোথায় যাবে দুর্দশাগ্রস্ত, হতাশাগ্রস্থ সাধারণ মানুষ! কার কাছে যাবে? কোথায় যাবে? এই অসহায় মানুষদের বেঁচে থাকা ও বেড়ে ওঠার জন্য জন্ম হয়েছে, হচ্ছে প্রতিনিয়ত হাজারো মতবাদ! জন্ম নিচ্ছে নিত্য নুতন নুতন রাজনৈতিক মতবাদ নিয়ে রাজনৈতিক দল আর তার হাজারো জনদরদী নেতানেত্রী! কোথায় কোন দল, কোন নেতা বা নেত্রীর কাছে যাবে আম জনতা! এই নতুন নতুন মতবাদ নিয়ে, আর্থিক-সামাজিক উন্নয়নের প্যাকেজ নিয়ে হাজির হওয়া রাজনৈতিক দল ও তাদের নেতাদের কাছে যাদের দুঃখ-দারিদ্র, কষ্ট-যন্ত্রণা, লাঞ্ছনা-গঞ্জনা, অভাব-অভিযোগ ইত্যাদি নিজেদের অর্থ, মান, যশ-এর উন্নয়নের হাতিয়ার সেই সমস্ত দল ও নেতানেত্রীদের কাছে যাবে!? এ তো সেই বাঁশ কেন ঝাড়ে আয় মোর---------" অবস্থা! সেধে হাতে ধ'রে সমস্যাকে, বিপদকে নিজের জীবনে, নিজের ঘরে ডেকে আনা! এ তো আর মিথ্যে নয়, নেতার চারপাশে ঘুরে বেড়ানো মানুষ মাত্রই জানে যে আম মানুষ যখন বিপদে পড়ে নেতাদের কাছে যায় তখন সেই নেতা হাসতে হাসতে শাকরেদদের দিকে তাকিয়ে বলে, নিশ্চয়ই শালা ফাটা বাঁশে-----আটকে গ্যাছে, তাই এসেছে!

কোথায় যাবে মানুষ!? সমস্যায় পড়ে যেখানেই যাবে তা সে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, ক্লাব-প্রতিষ্ঠান, আইন-আদালত, নেতা-পুলিশ, ধর্ম-রাজনীতি, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, এলাকার দাদা কিংবা শিক্ষক যে বা যাই হ'ক না কেন সেখানেই গিভ এন্ড টেক পলিসির শিকার হ'তে হবে! দাও আর নাও! তবে ব্যতিক্রম নিশ্চয়ই আছে! আর ব্যতিক্রম মাত্রই ব্যতিক্রম! সার্বজনীন দূর অস্ত! যেখানেই যাবে সেখানেই দ্বন্ধ আর ঝগড়া-মারামারি! কোন্দলে কোন্দলে ভরে গ্যাছে ঘর-বাড়ি, অফিস-কাছারি, ব্যবসা-বাণিজ্য, মাঠ-ময়দান, স্কুল-কলেজ, পার্টি অফিস-বিধানসভা-লোকসভা, মন্দির-মসজিদ-গির্জা ইত্যাদি ইত্যাদি গোটা পৃথিবীর আকাশ-বাতাস! দম বন্ধ করা গুমোট পরিবেশে হাঁসফাঁস করছে মানুষ! পথ কোথায়! পথ কোথায়!
ক্রমশঃ
( লেখা ১৪ই মে' ২০১৯ )

No comments:

Post a Comment