Powered By Blogger

Wednesday, May 10, 2023

প্রবি সমাচার ৯

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবাবাইদাদার চরণপ্রান্তে ব'সে আছি একদিন। কথাপ্রসঙ্গে নিবেদন করেছিলাম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রকাশ্যে বড় বড় বিশেষ সৎসঙ্গ আয়োজনের কথা। তখন অর্থাৎ ২০১৫ সালের বেশ কয়েক বছর আগে থেকেই বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের বড় হলঘরে, পুজোমন্ডপে, বিভিন্ন মন্দিরের নাটমন্ডপে, পার্কে, খোলা মাঠে সৎসঙ্গের আয়োজন করতাম যা এখনও করি। করোনার কারণে যা এখন বন্ধ আছে। বাবাইদাদার কাছে নিবেদনের সালটা ছিল ২০১৫ সালের শেষের দিক। সেই কথা শুনে বাবাইদাদা বলেছিলেন, "বিশেষ সৎসঙ্গ ব'লে কিছু হয় না।" তারপরে একটু থেমে আমার মুখের দিকে প্রসন্ন দৃষ্টিতে চেয়ে পরমুহূর্তেই বললেন, "প্রতিটি সৎসঙ্গ-ই যেন বিশেষ হ;য়ে ওঠে।"

আজও সেই কথা মনে পড়ে যখন নিভৃতে একা ব'সে থাকি। আর তাঁর মুখমণ্ডলটা ভেসে ওঠে চোখের সামনে! তাঁর সেদিনের বলার ভঙ্গী, কথার গুরুত্ব ও গভীর অর্থ আমাকে ভীষণ ভাবে নাড়া দিয়েছিল, ভাবিয়েছিল একনাগাড়ে বহুদিন এবং এখনও ভাবিয়ে চলে।
পরবর্তী সময়ে প্রকাশ্যে বড় সৎসঙ্গ আয়োজন করার সময় প্রচারের উদ্দেশ্যে এই 'বিশেষ সৎসঙ্গ' লেখা ব্যানার হোডিং তৈরি করা নিয়ে কত প্রশ্ন, কত বিরোধিতার মুখোমুখি হ'তে হয়েছিল সেদিন আর কত কটুক্তি শুনতে হয়েছে গুরুভাইদের কাছ থেকে। আর এই প্রশ্ন, এই বিরোধিতা ও কটুক্তির প্রায় সবটাই কোয়ালিটি বিহীন কোয়ান্টিটির কাছ থেকে ধেয়ে আসতো। আর আজ 'বিশেষ সৎসঙ্গ' লেখা একটা স্বাভাবিক ব্যাপার মাত্র।

আরো মনে পড়ে সেদিন অনেক কথার শেষে বাবাইদাদা বলেছিলেন, "বাড়ির খেয়ে বনের মোষ তাড়াচ্ছেন কেন? আর এর জন্যে মানসিকভাবে প্রস্তুত থাকা চাই।"

আজ মাঝে মাঝেই মনে পড়ে কথাগুলি। মনে পড়ে আরো অনেক কথা। করোনাকালীন প্রায় বন্দীদশার কারণে বাবাইদাদার কথাগুলির অন্তর্নিহিত অর্থ ভেসে ওঠে চোখের সামনে!

আর ভেসে ওঠে, বনের মোষ তাড়াতে তাড়াতে ক্ষতবিক্ষত শরীরে ও মনে যখন বনের মোষ তাড়িয়ে এনে বাড়ির উঠোনে এনে বেঁধে রাখলাম তখন কোন অসতর্ক মুহূর্তে অজান্তে অকারণে মোষের দুধ দুইয়ে নিয়ে চলে গেল কে বা কারা আপনার জনেরা!!!! দুধ দুইয়ে নিয়ে গেল সঙ্গে ক্ষত এঁকে দিয়ে গেল মোষের শরীরে!! যা এখনও হ'য়ে চলেছে ক্রমাগত!!!!! এই দুঃখ, এই কষ্ট, এই আফসোস কোথায় যে রাখি!!!!!! কাকেই বা বলি!!!!! জানি তিনি সব দেখছেন, সব শুনছেন!!!!
( লেখা ১১ই মে' ২০২১ )

No comments:

Post a Comment