Powered By Blogger

Friday, May 19, 2023

কবিতাঃ ধরবে না কেউ হাল।

আফজল খাঁ প্রেম, মেঘনাদ চাতুরী,
ইষ্টস্বার্থপ্রতিষ্ঠা ও ইষ্টস্বার্থরক্ষার বুকে হাতুড়ি।
ইষ্টের সাথে কেরামতি?
আফজল খাঁ আর মেঘনাদ পরিণতি।
মনে রেখো গুরুভাই, কেষ্ট দাসের বংশধর;
মরে সবে লজ্জায়, কাঁপে থরথর!!
মীরজাফর, জুডাস আর কেষ্ট দাস
আস্তিনে লুকায় খঞ্জর, মুখে প্রেমের ভাষ!!
বিবেকের বুকে মারছো লাথি, ধরছো টিপে গলা!
"শেষের সেদিন ভয়ঙ্কর" বন্ধু আছে কিন্তু বলা।
সত্যের মুখে দিয়ে ছাই, আগুন কি নেভানো যায়?
সময় সবসে বড়া বলবান, মনে রেখো গুরুভাই।
দু'হাত মাথায় তুলে দিচ্ছো লম্বা দৌড়!
জিতে গেছো ভাবছো মনে? আসছে সময়,
হবে রাত কেটে ভোর।
সত্যের মুখোমুখি হ'তে ভয় পাও?
অথচ ইষ্টস্বার্থপ্রতিষ্ঠা-ইষ্টস্বার্থরক্ষার ধ্বজা ওড়াও।
অন্যের মুখে খেয়ে ঝাল করছো গালাগাল?
আসছে সময় যখন ডুববে তরী
তখন ধরবে না কেউ হাল।
( লেখা ১৯মে' ২০২১৭ )







No comments:

Post a Comment