Powered By Blogger

Monday, May 22, 2023

প্রবি সমাচার ১৭

করোনা মহামারীর ভয়াবহতা মানুষকে মনে মনে প্রায়ই মেরেই ফেলেছে। স্প্যানিশ ফ্লু, রাশিয়ান ফ্লু, এশিয়ান ফ্লু, প্লেগ ইত্যাদি মারণ রোগের অভিজ্ঞতা মানুষের আছে, আছে শাসক শ্রেণীর, আছে দেশের প্রথম শ্রেণীর জ্ঞানী-বিজ্ঞানী মানুষদের! তবুও কেন বারবার সব শেষ হ'য়ে যাবার পর তাদের ঘুম ভাঙে!? কেন আগাম প্রস্তুতি থাকে না শাসক শ্রেণীর!? মানুষকে ভয়ংকর বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য রোগ মোকাবিলায় ও প্রকৃতির রোষকে শান্ত করার জন্য কেন কোনও বিজ্ঞান নির্ভর পদক্ষেপ গ্রহণ করা হয় না!? প্রতি বছরই কোনও না কোনও কঠিন মারণ রোগ ও ভয়াবহ প্রকৃতির রোষ আছড়ে পড়ছে মানুষের ওপর তবু্ও মানুষ বিপর্যয় কেটে যেতে না যেতেই ভুলে যাচ্ছে সব, ভুলে যাচ্ছে দেশের শাসক শ্রেণী। কেন তারা মনে রাখছে না অতীতকে!? কেন তারা অতীত থেকে শিক্ষা নিচ্ছে না!? কেন রাজ্য বা দেশের কোনও শাসক দূরদৃষ্টির পরিচয় দিয়ে রাজ্য বা দেশের মানুষকে ভয়ংকর বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য কোনও পদক্ষেপ নিতে পারছে না!? কেন বছরের পর বছর মানুষকে অসহায় হ'য়ে রোগ ও প্রাকৃতিক বিপর্যয়ে মরতে হচ্ছে!? এর উত্তর কি এখন!? এরকম হবেই!? এরকম মরবেই রোগেশোকে যুদ্ধবিগ্রহ ও ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে!? এটাই নিয়ম!? এর হাত থেকে মুক্তি পাবার কোনও হাত নেই!? নেই কোনও উপায়!?

এইরকমভাবে আমাদের লখীন্দরের বাসর ঘরের মত কালনাগিনীর ছোবল খেতেই হবে!? অথচ এই মানুষই মানুষের ক্লোন তৈরী করছে! অত্যাধুনিক মারণাস্ত্র তৈরী করছে! স্রষ্টার সৃষ্টি এই পৃথিবী গ্রহকেই একেবারেই উড়িয়ে দেবার শক্তি অর্জন ক'রে ফেলেছে! চাঁদের বুকে বাস করার ব্যবস্থা করছে! হাজার লক্ষ মাইল দূরের গ্রহতে পাড়ি জমাতে শক্তি অর্জন ক'রে ফেলেছে! আকাশে নকল সূর্য বানাবার প্রক্রিয়া শুরু করেছে! কত আর বলবো!? পাগলামো এমন জায়গায় পৌঁছেছে অতি বুদ্ধিমান মানুষ বিজ্ঞানীদের যে শোনা যায় মানুষ ক্লোন তৈরীর মত পুরুষের পশ্চাদ্দেশে মানুষ জন্ম দেবার জন্য কোনও কোনও বিজ্ঞানী পাগল! অথচ মানুষকে একটু দু'মুঠো খেতে দিয়ে, একটু আশ্রয় দিয়ে রোগ ও প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুর হাত থেকে বাচার জন্য হাত বাড়িয়ে দেবার বাসনায় দেশের শাসকশ্রেণী ও বুদ্ধিমান মানুষেরা পাগল নয়!!!!!!

তাই অন্তরের অন্তস্থল থেকে প্রাণ ব্যথাহত কন্ঠে ব'লে ওঠে, হে দয়াল! তাহ'লে কার কাছে যাবো!? কার উপর নির্ভর করবো!? করবো ভরসা!?
( লেখা ২৩শে মে'২০২১)

No comments:

Post a Comment