এইরকমভাবে আমাদের লখীন্দরের বাসর ঘরের মত কালনাগিনীর ছোবল খেতেই হবে!? অথচ এই মানুষই মানুষের ক্লোন তৈরী করছে! অত্যাধুনিক মারণাস্ত্র তৈরী করছে! স্রষ্টার সৃষ্টি এই পৃথিবী গ্রহকেই একেবারেই উড়িয়ে দেবার শক্তি অর্জন ক'রে ফেলেছে! চাঁদের বুকে বাস করার ব্যবস্থা করছে! হাজার লক্ষ মাইল দূরের গ্রহতে পাড়ি জমাতে শক্তি অর্জন ক'রে ফেলেছে! আকাশে নকল সূর্য বানাবার প্রক্রিয়া শুরু করেছে! কত আর বলবো!? পাগলামো এমন জায়গায় পৌঁছেছে অতি বুদ্ধিমান মানুষ বিজ্ঞানীদের যে শোনা যায় মানুষ ক্লোন তৈরীর মত পুরুষের পশ্চাদ্দেশে মানুষ জন্ম দেবার জন্য কোনও কোনও বিজ্ঞানী পাগল! অথচ মানুষকে একটু দু'মুঠো খেতে দিয়ে, একটু আশ্রয় দিয়ে রোগ ও প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুর হাত থেকে বাচার জন্য হাত বাড়িয়ে দেবার বাসনায় দেশের শাসকশ্রেণী ও বুদ্ধিমান মানুষেরা পাগল নয়!!!!!!
তাই অন্তরের অন্তস্থল থেকে প্রাণ ব্যথাহত কন্ঠে ব'লে ওঠে, হে দয়াল! তাহ'লে কার কাছে যাবো!? কার উপর নির্ভর করবো!? করবো ভরসা!?
( লেখা ২৩শে মে'২০২১)
তাই অন্তরের অন্তস্থল থেকে প্রাণ ব্যথাহত কন্ঠে ব'লে ওঠে, হে দয়াল! তাহ'লে কার কাছে যাবো!? কার উপর নির্ভর করবো!? করবো ভরসা!?
( লেখা ২৩শে মে'২০২১)
No comments:
Post a Comment