Powered By Blogger

Monday, May 29, 2023

কবিতাঃ মন যেতে চায়----

মাঝে মাঝে মনে হয়,
যদি থাকতো একটা ডানা
মানতে হ'তো না কারও মানা।
হ'তাম যদি পাখির মতো স্বাধীন
থাকতে হ'তো না কারও অধীন।
হে দয়াল, খাঁচায় রেখো না আমায় পুড়ে
তেপান্তরের মাঠে মন যেতে চায় উড়ে।
থাকবো সেথায় একা লোকে বলবে আমায় বোকা
বলে বলুক লোকে যা তা, পাগল কিংবা ক্ষ্যাপা
মন চায় না খেতে আর দোকার মাঝে ধোকা।
জীবন সায়াহ্নে এসে সত্য কি তা অবশেষে
জানতে পেরেছি আমি একমাত্র সত্য জীবনস্বামী
জীবন জুড়ে আপনজন আছে মিথ্যের ভিড়ে মিশে।
কপটতার ভিড়ে দমবন্ধ প্রাণ চায় যেতে উড়ে বারেবারে
আলোর রোশনাই ছেড়ে বহুদূরে একাকী জমাট অন্ধকারে।
আমার সঙ্গে যাবে কি কেউ উড়ে?
যাঃ! সেই-ই আবার দোকা!? আমি শালা বোকা।
মন এমনি! চলে যেতে চায় উড়ে দূরে দূরে
পিছনে ফেলে সকলি আবার ফিরে আসার টানে
আপনজনের ভিড়ে।

No comments:

Post a Comment