দয়াল আর তোমার মাঝে দয়ালের তৈরী
'সৎসঙ্গ' শৃঙ্খলা ও সৌন্দর্যের দুরন্ত প্রতীক!বিশৃঙ্খলা আর কুৎসিতের আলিঙ্গনে
ক'রো না তাকে অতীত।
অমানুষের ভিড়ে ক'রো না তাকে খানখান।
'সৎসঙ্গ' শ্রীশ্রীঠাকুরের চোখ, শ্রীশ্রীবড়দা
সেই চোখের মণি! মণিতে আছে জেনো
ঠাকুর জ্ঞানের খনি! মণির মাঝে যে দৃষ্টি
জেনো আচার্য পরম্পরার কৃষ্টি!!
'সৎসঙ্গ' শ্রীশ্রীঠাকুরের প্রাণ! শ্রীশ্রীবড়দা
সেই প্রাণের প্রাণভোমরা!!
তা যতনে রক্ষা করে আচার্য পরম্পরা!!!
তাঁরি ছত্রছায়ায় বাচি-বাড়ি সৎসঙ্গীরা।
এ কেমনতর কৃষ্টি!?
ঠাকুর কি চেয়েছিলেন
এই অনাসৃষ্টি!!??
কেন্দ্র হ'য়ে কেন্দ্র মাঝে বিভেদ ঘটাও?
ঠাকুর কি চেয়েছিলেন
এই অনাসৃষ্টি!!??
কেন্দ্র হ'য়ে কেন্দ্র মাঝে বিভেদ ঘটাও?
সৃষ্টি কর গোষ্টি!?
ভাগ করো আর মজা লোটো
এই তোমাদের ঠাকুর প্রীতি!?
বিশ্বে 'সৎসঙ্গ' দেওঘর দ্বারা পরিচালিত
ভাগ করো আর মজা লোটো
এই তোমাদের ঠাকুর প্রীতি!?
বিশ্বে 'সৎসঙ্গ' দেওঘর দ্বারা পরিচালিত
কোনও "...কেন্দ্র" অন্য কোনও কেন্দ্রে গিয়ে
কি কোদাল চালায়?
তা কি বিধিসম্মত ও শৃঙ্খলিত?
সম্পর্ক যখন অকারণ সমস্যার
সম্পর্ক যখন অকারণ সমস্যার
ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়
তখন দয়ালের বুকের ব্যথা
অশ্রু হ'য়ে বৃষ্টি রূপে ঝ'রে পড়ে!
সাবধান!
জীবনে হতাশা, অবসাদ আর অবিশ্বাস
ব'লে কিছু রেখো না। 'রা - - -' ব'লে ডাকো
একবার বিশ্বাস বুকে নিয়ে আর দাও ঝাপ
দেখো কি হয়!
প্রভুর কাছে কিছু চেও না ।
তোমার কি প্রয়োজন তা সব প্রভু জানে।
এইটা ওইটা চেয়ে সময় নষ্ট করার চেয়ে
তোমার কি প্রয়োজন তা সব প্রভু জানে।
এইটা ওইটা চেয়ে সময় নষ্ট করার চেয়ে
নিরন্তর নাম করো আর দেখো পদে পদে কি হয়!
পরমপিতা তোমায় তোমার প্রয়োজনীয়
সবকিছু দেবে ব'লে বসে আছে
তুমি অবিশ্বাসের কারণে নিতে পারছো না;
বঞ্চিত হচ্ছো আর সময় নষ্ট হচ্ছে।
বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো।
বাড়ির পরিবেশ এমন ক'রে রাখো
ঢুকলেই মনে হবে এক পজিটিভ শক্তি
বঞ্চিত হচ্ছো আর সময় নষ্ট হচ্ছে।
বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো।
বাড়ির পরিবেশ এমন ক'রে রাখো
ঢুকলেই মনে হবে এক পজিটিভ শক্তি
ব'য়ে যাচ্ছে বাডির ওপর দিয়ে।
সবাই মিলে তাকে আহবান করো
দেখবে চারিদিকে প্রভুর উপস্থিতি
সবাই মিলে তাকে আহবান করো
দেখবে চারিদিকে প্রভুর উপস্থিতি
অনুভব করতে পারবে।
এসো কথাগুলি মনে রাখি।
No comments:
Post a Comment