যাই হ'ক, ধর্ম, ঈশ্বর ও প্রেরিতদের নিয়ে সব ধর্মে চুটিয়ে ব্যবসা চলছে যুগ যুগ ধ'রে। ধর্ম, ঈশ্বর ও প্রেরিতরা আজ ভন্ড, কপট, ধান্দাবাজ ধার্মিকদের ব্যবসার উপকরণ, বৃত্তি-প্রবৃত্তি পোষণের মোক্ষম হাতিয়ার! অসত্য আজ সত্য হ'য়ে বিরাজ করছে মাথার ওপর, জ্বলজ্বল ক'রে জ্বলছে সূর্য্যের মত! অসত্যের ধ্বজাধারীরা ধর্ম ও ঈশ্বরকে নিয়ে চুটিয়ে ব্যবসা ক'রে যাচ্ছে আর এর জন্যে সব ধর্মের সব ধর্ম ও ঈশ্বর বিশ্বাসী দুর্বল কুসংস্কারাচ্ছন্ন মানুষেরাই দায়ী। "যখনই ধর্মের গ্লানি ও অধর্মের উত্থান হয় তখনই সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতীদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে আবির্ভুত হ'ই"-----গীতার এই বাণীর রূপকার শ্রীকৃষ্ণের নবরূপ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ে তাঁর পরম ভক্ত অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলা কথাকে সত্যে পরিণত করার জন্য এবার বললেন, "---------আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে, তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে।" এই ধর্ম জগতে দুর্বল, ভীতু, কপট, কুসংস্কারাচ্ছন্ন, অজ্ঞ মানুষ ঢুকে পড়েছে! এইধরনের মানুষের সংখ্যাগরিষ্ঠ উপস্থিতি ধান্দাবাজ ধর্ম ব্যবসায়ীদের মাথার নিশ্চিন্ত ছাতা হ'য়ে আছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর; তা যতই ঈশ্বর স্বয়ং নিজেই মানুষের রূপ ধ'রে নেবে আসুক না কেন কিছুই হবে না, এর শেষ পরিণতি ধ্বংস! এই সমস্ত সংখ্যাগরিষ্ঠ ধর্মভীরু, লোভী, না ক'রে পাওয়ার মানসিকতাসম্পন্ন মানুষ ঝোলের লাউ আর অম্বলের কদু! আর এর সঙ্গে ধর্ম ব্যবসায়ীদের অক্সিজেন যোগানোর জন্য সবসময় প্রস্তুত ও তৎপর একশ্রেণীর সমাজ কো বদল ডালোর স্বপ্ন বিক্রির ফেরিওয়ালা ও বুদ্ধিজীবী সম্প্রদায়!
ঐ লেখকের লেখা ফেসবুকের প্রতি মমতা বাড়ালো। মনে বিশ্বাস এলো কম হ'লেও সিরিয়াস ফেসবুক ইউজার আছে! শুধু খুঁজে নাও তাকে! আসুন সত্যকে জানি, খুঁজি! সময় চলে যাচ্ছে। সময় কারও জন্য অপেক্ষা করে না এটা সকলেরই জানা। জীবন খুব অল্প কয়েকদিনের জন্য! সত্যকে জানার ইচ্ছা নেই কেন? কেন নেই? কেন আমরা এত উদাসীন!? কিসের অহংকার!? কিসের এত ইগো আমাদের!? কেন আমাদের সত্যকে জানার ইচ্ছা নেই!? আমি যদি ভুল জানি, অসত্য পথে চলি তাহ'লে আমার ছেলে, আমার মেয়ে আরও বেশি আগামী দিনে ভুল জানবে, ভুল করবে, অসত্য পথে চলবে! পরোক্ষভাবে আমি কেন শয়তানের এজেন্ট হবো!? তাই আসুন আলোর দিকে মুখ ঘুরে দাঁড়ান! আলোকে পিছনে রেখে অহেতুক অন্ধকারের দিকে তাকিয়ে অন্ধকারের ঢাক পেটাবেন না। অন্ধকার আপনার অন্তরে বুকের গভীরে, মস্তিষ্কের অভ্যন্তরে ঘাপটি মেরে লুকিয়ে বসে আছে ধান্দাবাজিদের দিয়ে আপনাকে পিছন থেকে ছুরি মারার কাজে সহায়তা করার জন্য। The Greatest phenomenon of the world SriSriThakur Anukulchandra তাঁর সত্যানুসরণ গ্রন্থে ২০বছর বয়সেই বললেন, "---------আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে 'অন্ধকার' 'অন্ধকার' ব'লে চিৎকার করবো না।" আসুন সত্য সন্ধানী ও অনুসন্ধিৎসু উদার সিরিয়াস মনোভাবাপন্ন ইগোমুক্ত সহজ সরল মানুষ ফেসবুক প্ল্যাটফর্মকে কাজে লাগাই। পরিশেষে জানাই আগ্রহীরা ভালো থাকুন ও সক্রিয় হ'ন এই প্রার্থনা করি।
---------প্রবি।
( লেখা ২৭শে মে' ২০২০ )
No comments:
Post a Comment