বড় একা লাগে এই আঁধারে
মানুষের মাঝে মানুষের বন বাদাড়ে!
রাত ঢুকে যায় গভীর নিস্তব্ধতার পেটে
গভীর থেকে গভীর অন্ধকারের গভীরে!
একাকী মন কাঁদে অনুক্ষণ
তুমি ছাড়া আর কেউ নেই এই মন মাঝারে!
ওগো প্রিয় তুমি থেকো সাথে এই ঘোর আঁধারে।
যাকেই ভেবেছি, যাক, বন্ধু পেয়েছি!
দিয়েছি বুকে যাকেই ঠাঁই
প্রয়োজনের দিনে দিয়েছে হাত ছেড়ে
মেরেছে বুকে কঠিন এক ঘায়।
লম্বা চওড়া ভাষণ ছুঁড়ে দিনকে করেছে রাত!
সঙ্কটের দিনে বন্ধু বাড়িয়ে দেয়নি তার হাত।
তবুও বিবেক বলে, ওরে শোন শোন
ওরে আমার পাগল মন
হৃদমাঝারে রাখিস তাঁরে
বাঁধিস তাঁরে প্রেমডোরে
তাঁর চলনবলন নিজের ক’রে
চলিস অনুক্ষণ, ওরে আমার অবুঝ মন!
তিনিই তোর পরম ভরসা,
তিনিই পরম আশ্রয়
তিনিই তোর পরম বন্ধু
করবি সিন্ধু জয়!
শেষের দিনে কেউ থাকুক আর না থাকুক
বাধা বিঘ্ন কাটিয়ে দিয়ে শান্তি স্বস্তি সাথে নিয়ে
তিনিই আনবেন তোর জয়!
তিনি বরাভয়।
(লেখা ১২ই মে' ২০১৮)
No comments:
Post a Comment