Powered By Blogger

Friday, May 12, 2023

কবিতাঃ ঈশ্বর কাঁদেন!

হে দয়াল! 
গভীর এক শূন্যতা গ্রাস করছে চারপাশ!
মাথার ভিতরটা ফাঁকা হ'য়ে যাচ্ছে ক্রমশঃ!!
শূন্যতা তার ডালপালা ছড়িয়ে 
অক্টোপাশের মত ঢুকে পড়ছে
ক্রমশঃ মস্তিষ্কের গভীর থেকে গভীরে!
চতুর্দিকে আজ মিথ্যের বেসাতি!
মিথ্যেরা আজ সত্যের সিংহাসনে আর
সত্য আজ পায়ের তলায় রাস্তার ধূলিতে!
এ কিসের ইঙ্গিত!? 
কিসের অশনি সংকেত দয়াল!?
মাথা আজ পায়ের তলায়, পা মাথায়!
হাত আজ ভিক্ষা মাগে, পেট মরে ক্ষুধায়!
কালোৱা আজ বুক বাজিয়ে চলে,
চলে জলে-স্থলে-অন্তরীক্ষে!
আলো জ্বলে টিমটিমে ঘোর আঁধারে!

হে দয়াল! তুমি কোথায়!?
কথার ঝিকিমিকি আজ রাজনীতি আর ধর্মেতে!
'সমাজ কো বদল ডালো'-র হুঙ্কার ছড়ায়
পথেপথে, মাঠে-ঘাটে, বাসে-ট্রেনে, স্কুলে-কলেজে,
অফিস-কাছারি আর যত ঠেকে
উচ্শৃঙ্খল-বিশৃঙ্খল কবি, সাহিত্যিক, 
নেতা, 
বুদ্ধি বেচে খাওয়া আর কালকের যোগী ভুঁইফোড় জীবেতে!

হে দয়াল! রাবণ রাজ্য কি ফিরে এলো!?
কংসেরা কি জেগে উঠলো সৃষ্টি ধ্বংস করবে ব'লে!?
আজকের শিশুপালেরা আছে বিন্দাস
একশটা অপরাধ ক'রেও রেহাই পায়!
পরবর্তী সর্বনাশের ছক কষে আর 
বহাল তবিয়তে জীবন কাটায়!
মিথ্যেরা উদোম বলাৎকার ক'রে চলেছে সত্যকে!
দয়াল! তুমি কোথায়!? 
এখনও তুমি থাকবে চুপ ক'রে!?

হে দয়াল! যারা নানা রঙের মোড়কে মোড়া
ভালো ভালো কথার ছোটায় ফোয়ারা,
ফেরি করে জনতার দ্বারে দ্বারে
তারা অন্যের ভালো কাজে কেন দেয় না সাড়া,
দেয় না কেন স্বীকৃতি তার তরে!?
বিপ্লবীরা কিসের বিপ্লবের কথা বলে যুগ যুগ ধ'রে!?
ধান্দাবাজ আর ফাঁকিবাজ জীবনের অধিকারী যত 
দখল করে উর্বর জমি বিপ্লব তথা স্বাধীনতার পরে
জীবন বাজী রেখে বিপ্লবীদের চষা অনুর্বর জমি! 
কেন!? কে দায়ী!?
সাজা বিপ্লবী আর সাজা স্বাধীনতা সংগ্রামীকে
চিনতে পারে না কেন সন্ন্যাসী বিপ্লবী আর স্বাধীনতা সংগ্রামী!?
কিসের অসম্পূর্ণতা সেইসব মহাত্মার বুকে 
ভুলের কলঙ্ক এঁকে দিয়ে যায়!?
কেন সংখ্যাগরিষ্ঠ আম জনতা সংখ্যালঘু মুষ্টিমেয় 
কতিপয় সাজা ভালো মানুষের হাতে সাজা পায়!?
সাধারণ মানুষ কি সত্যিই সাধারণ? 
নাকি অসাধারণ সাধারণ রূপে সাধারণের মাঝে ঠাঁই পায়?
অসাধারণভাবে সাধারণ কিসে অসাধারণ!? 
কু-তে নাকি সু-তে!?
কু আজ সু-এর মুখে দেয় এঁকে কালি আর
নিজেরা ফেস পাউডারে মুখ ঢাকে খালি!
দয়াল! একেই কি বলে কলি!? ঘোর কলি!?

হে দয়াল! কারো জীবনে নেই আদর্শ, জীবন্ত আদর্শ!
থাকলেও আদর্শ, নেই আদর্শের চলন চরিত্র
কারও জীবনে শয়নে স্বপনে জাগরণে!
আদর্শরা আজ ব্যবসার উপকরণ
কপট আদর্শবাদী মানুষের জীবনে!
আদর্শের সিংহাসনে আজ অধিষ্ঠান অনাদর্শের!
ঈশ্বর সাজা আজ জলভাত কারণ বোধবুদ্ধি লোপাট
মূর্খ দূর্বল বৃত্তি-প্রবৃত্তিতে কাবু মানুষের!
পূজাপাঠ, সম্বর্ধনা, সম্মাননার মোচ্ছব 
আছে লেগে অহরহ তাদের ঘিরে!
নেই যাদের শ্রেষ্ঠের প্রতি, যোগ্য ও দক্ষ আর
বড়োর প্রতি শ্রদ্ধা-সম্মান, নির্মল প্রেম-ভালোবাসা!
সাজা ঈশ্বর আর ভন্ড সাধুর জন্য তারা 
ঢাল হ'য়ে আসে ফিরেফিরে!

হে দয়াল! শিশু আজ হয় রেপড, নাবালিকা হয় মাতা!
নাবালক করে সাবালিকাকে ভয়ঙ্কর বীভৎস ধর্ষণ!!!
কিন্তু নাবালক হওয়ার কারণে হয় না তার সাজা!
বউয়ের স্থান মায়ের জায়গায় আর মায়ের স্থান ঝিয়ে,
ঝিয়ের স্থান পায়ের তলায় বাঁচাবাড়া খেমটা নিয়ে!
এমনিভাবেই চলছে জগত চলছে গাড়ি সভ্যতার
ঈশ্বর কাঁদেন একাকি আসছে ভয়াল ঘোর অন্ধকার!
( লেখা ১৭ই ফেব্রুয়ারী' ২০২০ )

No comments:

Post a Comment