Powered By Blogger

Friday, May 12, 2023

প্রবন্ধঃ ‘Vox populi vox dei’ নয় Vox expletory vox dei (১)

“'Chennai Express' film টা আমি দেখিনি। কিন্তু ট্রেলার-এ শাহরুখ খান-এর একটা ডায়লগ ছিল যেটাতে চমকে উঠেছিলাম।  
 'DON'T UNDERESTIMATE THE POWER OF A COMMON MAN'

 বন্ধুদের কাছে আমার প্রশ্ন আপনারা কি এটা সত্যি বিশ্বাস করেন? বিশ্বাস করলে কেন করেন আর না করলে কেন করেন না বলুন। আমি আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম একজন কমন ম্যান হিসেবে। আমি আমার মনোভাব জানালাম।
#DolonchampaDasgupta
'DON'T UNDERESTIMATE THE POWER OF A COMMON MAN'

কথাটা ঠিক, একদম ঠিক। দোলনচাঁপার ‘Chennai Express’ film-এ শাহরুকের বলা dialogue-এর সত্যতা সম্পর্কে বিশ্বাস-অবিশ্বাস প্রশ্নে এবং কৌতুহলের কারণে আমি আলাদা ক’রে লিখতে বসলাম। অন্য কাজে যুক্ত থাকার জন্য এবং বিশেষ ক’রে বিষয়টার জন্যই একটু সময় নিলাম। কথায় আছে, একেবারে কখনো না হওয়ার চেয়ে দেরীতে হওয়া ভালো। দোলনচাঁপা আপনার কৌতুহল আমায় কলম ধ’রতে বাধ্য করল। প্রশ্ন অনেক উত্তরের জন্ম দেয়। উন্নত প্রশ্নের গর্ভে উন্নত উত্তর নিহিত থাকে। আমার উত্তর যে উন্নত তা’ বলছি না। বলছি প্রশ্নটা সাধারণ হ’লেও হয়তো বা দোলনচাঁপা তাঁর অজান্তেই অনেক গভীরের দিকে প্রশ্নের তীরটা ছুঁড়ে দিয়েছে। প্রশ্নটা আপাতদৃষ্টিতে সাধারণ দোলনচাঁপা; কিন্তু যদি অনুসন্ধিৎসা নিয়ে দেখার ইচ্ছে বা আগ্রহ থাকে তাহ’লে ওই ‘কেঁচো খুঁড়তে সাপ’ বেরিয়ে আসার মত ব্যাপার হ’লেও হ’তে পারে। ব্যাপারটা ঠিক ওইরকম, যেখানেই দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই; পাইলেও পাইতে পারও অমুল্য রতন’! FB-কে আমি ওই চোখে দেখি। এটা একটা খুব শক্তিশালী মাধ্যম। যার মাধ্যমে ইচ্ছে করলেই অমুল্য রতন পাওয়া যেতে পারে। হয়তো দোলনের এই প্রশ্নের মধ্যে দিয়ে অনেক সিরিয়াস পাঠকের সিরিয়াস ও উন্নত উত্তর বেরিয়ে আসতেও পারে। আর এখানেই দোলনের ও ফেসবুকের স্বার্থকতা। আমিও সেই অপেক্ষায় রইলাম। আর সেই জন্যই দোলনের এই প্রশ্নের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য আমার লেখাটাকে আমার Timeline-এ পোষ্ট করলাম।

সাধারণ মানুষ তো সত্যিই শক্তিমান। আর শক্তিমান বলেই তো পৃথিবীতে যা কিছু অচলায়তনের পরিবর্তন ঘটেছে, ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। অহংকারী ক্ষমতালিপ্সু মানুষ সাধারণ মানুষের শক্তির কথা জেনেও ক্ষমতার মোহে তা’ ভুলে যায় এবং সাধারণ মানুষকে ক্ষমতার চাবুক দেখিয়ে দাবিয়ে রাখে বা রাখতে চায়। ভাবে এ-তাদের পৈতৃক অধিকার। তারা ভুলে যায় যে, সাধারণ মানুষ চিরদিন ঘুমিয়ে থাকে না।

কিন্তু এই সাধারণ মানুষের শক্তি কতটা ঠিক ও স্থায়ী?

সবচেয়ে মজার জিনিস সাধারণ মানুষ নিজেই জানে না যে তাদের এই শক্তি মিথ্যে ও ক্ষণস্থায়ী! তারা যেমন চিরদিন ঘুমিয়ে থাকে না এটা যেমন সত্যি, ঠিক তেমনি সত্যি, জেগে উঠেই এরা আবার ঘুমিয়ে পড়ে। ঠিক দম দেওয়া কলের পুতুলের মত। যতক্ষণ দম ততক্ষণ এরা জেগে থাকে। তাদের এই ক্ষণস্থায়ী শক্তিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ছদ্মবেশে থাকা নোতুন আর এক অহংকারী ক্ষমতালিপ্সু শক্তির জন্ম হয়। সাধারণ মানুষ চিনতেই পারে না এই ভয়ংকর শক্তিকে। তারপর এই শক্তি ক্ষমতা লাভের পর নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে, শক্তি বৃদ্ধির স্বার্থে, সম্পদ বৃদ্ধির স্বার্থে, কায়েমি স্বার্থ বজায় রাখার স্বার্থে সাধারণ মানুষের শক্তির মধ্যে বিভাজনের বীজ বপন করে এবং সেই অগ্ন্যুৎপাতের মত শক্তিকে আবার হিমশীতল কবরে নিমজ্জিত করে। দম শেষ হওয়া পুতুলের মত সাধারণ মানুষের সেই শক্তি নিজেদের মধ্যে অবিরাম লড়াই করতে করতে নিস্তেজ হ’য়ে ঘুমিয়ে পড়ে আবার কোন এক ছদ্মবেশী পরিত্রাতার হাত ধ’রে জেগে ওঠার অপেক্ষায়! শক্তিমান সাধারণ মানুষ নিজের এই ফাঁপা শক্তির ফাঁকিবাজিতে আজ বেহাল! কারণ ফাঁকি দিলেই পেতে হ’বে ফাঁকি! এই আমার মত বৃত্তি-প্রবৃত্তিতে অভিভূত শক্তিমান(?) সাধারণ মানুষরা সৃষ্টি ও ধ্বংস অনেক কিছুই করতে পারে। রাজার প্রতি অভিভূত ও সেবায় মগ্ন রাজার বিশ্বস্ত বাঁদরের মত রাজার গলায় কোপও বসিয়ে দিতে পারে।
লাতিন ভাষায় আছে, Vox populi vox dei, জনসাধারণের বাণী ভগবানের বাণী, The voice of the people is the voice of the God. যা’ সমস্ত ‘সমাজ কো বদল ডালো’ তত্ত্বে বিশ্বাসী মানুষ মনে করে।

কিন্তু কথাটা কি সত্যি? কতটা সত্যি? 

‘Vox populi vox dei’ নয় Vox expletory vox dei (২)-তে এর বিস্তারিত আলোচনা করেছি। 

ক্রমশঃ
( লেখা ৭ই ডিসেম্বর' ২০১৩ )

No comments:

Post a Comment