Powered By Blogger

Friday, May 12, 2023

প্রবি সমাচার ১২

আমরা কোথায় আছি!? কোন দেশে বাস করছি!? আমাদের মধ্যে কি একজন রাষ্ট্রপ্রধান দরকার যে প্রয়োজন হ'লেই সাদা ঘোড়ায় চ'ড়ে বসবে!? আর সাদা ঘোড়ায় চ'ড়ে বসেই হত্যা লীলায় মেতে উঠবে!? সাদা ঘোড়ায় চড়া মানেই নাকি রক্তের হোলি খেলায় মেতে ওঠা!? এ আবার কেমন ধরণের চাহিদা!? এ আবার কোন ধরণের মানসিকতা!?
কেন এমন কথা মনে হ'লো? নিজেকে নিজেই প্রশ্ন করলাম। ব্যাপারটা হচ্ছে এই যে, বাড়িতে দুটো টিভি। দুটো টিভি-ই না চালাবার কারণে নষ্ট হ'তে বসেছে। তবুও মাঝে মাঝে কখনো সখনো একটা টিভি চালাই। তেমনি মাঝে মাঝে কখনো সখনো চালাবার দৌলতে টিভিতে করোনা সংক্রান্ত খবর প্রচারিত হচ্ছে। প্রচারিত হচ্ছে ওষুধ, অক্সিজেন, হাসপাতাল সংক্রান্ত খবর। আর তার সঙ্গে সঙ্গে প্রচারিত হচ্ছে এই করোনা মহামারীর সময়ে ওষুধ নিয়ে, অক্সিজেন নিয়ে কালোবাজারি।

এই কালোবাজারির খবর নতুন কিছু নয়। গা স'য়ে যাওয়া খবর এই দেশে। কিন্তু অবাক লাগে যখন দেশ এক ভয়াবহ মারণ রোগে আক্রান্ত; যে রোগের মোকাবিলায় টিভির খবর অনুযায়ী চিকিৎসার জন্য ডাক্তার, নার্স, ওষুধ, অক্সিজেন, হাসপাতালের শয্যা ইত্যাদির যথেষ্ট ব্যবস্থা নেই অথচ সেই অপর্যাপ্ত ওষুধ আর অক্সিজেন নিয়ে যখন কালোবাজারির খবর প্রকাশিত হ'তে দেখি তখন ভাবি আমরা কোন সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি!? এ কোন দেশ!? এ কোন সভ্যতা!? এ কোন শাসন ব্য্যবস্থা!? এ কোন ভয়ংকর সময় যখন এই মহামারীর সময়েও মানুষ নির্দ্বিধায় নিশ্চিন্তে মানুষের ওষুধ নিয়ে কালোবাজারি করতে পারে!? এরা কি রক্ত মাংস দিয়ে গড়া মানুষ!? এদের মধ্যে তাহ'লে মনুষ্যত্ব, বিবেক, মানবিকতা ব'লে কিচ্ছু নেই!? এতটাই পাষণ্ড নরাধম!? এরা বহাল তবিয়তে এই ঘৃণ্য কাজ করতে পারে!? এদের ভয় ব'লে কিচ্ছু নেই!? শাসন ব্যবস্থার রক্তচক্ষুকে এরা পরোয়া করে না!? অবশ্য এইসমস্ত মানুষ ও বিষয়ের ক্ষেত্রে শাসন ব্যবস্থার রক্তচক্ষু ব'লে যদি কিচ্ছু অবশিষ্ট থেকে থাকে এই দেশে।

যাই হ'ক, মন বলছিল তাহ'লে এর কোনও বিচার নেই!? এই নরাধমদের বিরুদ্ধে কেউ কোনও ব্যবস্থা নিতে পারে না!? কেন পারে না!? কোথায় বাধা!? দেশের প্রধানদের কোথায় অসুবিধা!? তাহ'লে কবে তাঁরা মানুষকে বাঁচাবে!? দু'মুঠো খেতে দিতে পারে না, পরণে বস্ত্র দিতে পারে না, মাথার ছাদ দিতে পারে না, মানুষের প্রাথমিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান জোগাড়ের জন্য ব্যবস্থা ক'রে দিতে পারে না, কোনরকমে দিন গুজরান ক'রে চলে মানুষ মাথার ঘাম পায়ে ফেলে শরীর-মন বেচে তথাপি তাদের এই মহামারিতে বেঁচে থাকার জন্য ওষুধ, অক্সিজেন থাকা সত্ত্বেও কালোবাজারিদের জন্য তা পাওয়া হ'য়ে ওঠে না, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় মানুষ কিন্তু এই কালোবাজারী পাষন্ড নরাধমদের বিরুদ্ধে কঠোর দন্ডের কোনও ব্যবস্থা নেই সরকারের পক্ষ থেকে!!!!!!!

তাই মন ব'লে ওঠে এমন একজন কি রাষ্ট্রপ্রধান পাবো না যে সাদা ঘোড়ায় চড়ে এই করোনা মহামারীর সময়ে সাধারণ অসহায় গরীব দুঃস্থ মানুষকে বাঁচাবার জন্য আবির্ভূত হবে! আর আবির্ভূত হ'য়ে এই কালোবাজারিদের বিরুদ্ধে সাক্ষাৎ যম হ'য়ে, শয়তান কিলবিসের মত ক্ষমাহীন সাক্ষাৎ মৃত্যু হ'য়ে দেখা দেবে!? আর অসহায় মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, গরীব দুঃস্থ মানুষ, সাধারণ সরল বোকা মানুষ বাঁচবে এই মহামারী মৃত্যুর হাত থেকে।
( লেখা ১২ইমে' ২০২১ )

No comments:

Post a Comment