Powered By Blogger

Monday, May 29, 2023

কবিতাঃ খোঁজো তাঁরে।

পালিয়ে যেতে চায় মন
বারেবারে সবারে ছেড়ে
দূরে কোথাও শান্ত নীড়ে!
যেথা আছে সুনীল আকাশ,
নির্মল বাতাস গাছেরা ডাকে
হাত নাড়িয়ে, পাখির কাকলিতে
যায় মন হারিয়ে! শিশুরা খেলে
টলমল পায়ে হাসে খিলখিলিয়ে!

তখনি কে যেন ব'লে ওঠে,
পালিয়ে যাবে কোথায়?
ধরবো ওই মোড়ের মাথায়!
ঘুরে ফিরে আসতে হবে সেথায়!
যেথায় বাঁধা আছে মায়াময় মন!
পৃথিবীটা জেনো গোল;
যদি হয় বুঝতে গন্ডগোল
তবে কাজ নাই পালিয়ে; থাকো বাসায়।
খোঁজো তাঁরে সর্ব্বক্ষণ__বসাও অন্তরে__
শয়নে-স্বপনে-জাগরণে।
শান্ত হবে শরীর-হৃদয়-মন।

No comments:

Post a Comment