সঁপে দাও তনু মন প্রাণ সব দয়ালের চরণে।
সঁপে দাও তব ইহকাল পরকাল জীবনেমরণে!
পাবে অর্থ-মান-যশ, শান্তি-স্বস্তি-ভালোবাসা;
পাবে আনন্দ, পাবে সুখ, পাবে এ ভুবনে
পরমানন্দে ভরা ভালো এক বাসা খাসা!
যা চাও সব সব সব পাবে জীবনে জীবনে!
রাখো বিশ্বাস, রাখো ভক্তি, রাখো নির্ভরতা
প্রহ্লাদের মত থাক জীবন তাঁর শ্রীচরণে!!
No comments:
Post a Comment