Powered By Blogger

Sunday, May 7, 2023

প্রবি সমাচার ৬

যে যাই বলে বলুক, যে যাই করে করুক, যে যাই শোনে শুনুক, যে যাই বোঝে বুঝুক, যে যাই খোঁজে খুঁজুক, যে যাই দেখে দেখুক, যে যাই পড়ে পড়ুক, যে যেমন চলে চলুক আমি করোনাকে ভয় করবো না। আমি ভয় করবো না ভয় করবো না।
যার যাকে লাগে ভালো সে তারে ভালোবাসুক, যার যাকে লাগে ভালো সে তারে ডাকুক, যার যাকে লাগে ভালো সে তার-ই সাথে মিশুক, যার যাকে লাগে ভালো সে তার-ই সাথে থাকুক, যার যাকে লাগে ভালো সে তারে খুঁজুক, যার যাকে লাগে ভালো সে তার-ই কথা শুনুক, যার যাকে লাগে ভালো সে তারে দেখুক, যার যাকে লাগে ভালো সে তার-ই পথে চলুক, যার যাকে লাগে ভালো সে তারে-ই পুজুক গো।
আমার লাগে ভালো তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ ইষ্টপ্রতীকে আবির্ভুত একমেবাদ্বিতীয়ম পূর্বাপুরক বর্তমান পুরুষোত্তম রক্তমাংসসংকুল উদ্ভাসিত জীবন্ত ঈশ্বর পরমপিতা সদগুরু পরমকারণিক সৃষ্টিকর্তা বিশ্বব্রহ্মান্ডের মালিক পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র!!!!!! আমি তাঁরে পুজিগো। তাঁরে আমি বাসি ভালো, তাঁরে আমি ডাকি গো।
যার যাকে লাগে ভালো সে তাঁকে স্মরণ করুক, শরণ নিক।
আমার লাগে ভালো যারে তাঁর আমি করি স্মরণ, আমি তাঁর নিয়েছি শরণ।
"মৎস্য-কূর্ম্ম-কোল-নৃসিংহ-বামন-শরীরম
রাম-কৃষ্ণ-বুদ্ধ-যীশু-মোহাম্মদ-রুপায়িতম
চৈতন্য-রামকৃষ্ণানুকূলং পূর্ব্বতনীপূরণম
শাশ্বতাং বর্ত্তমানম" 
আমি শরণম! আমি শরণম!! আমি শরণম!!!
তাই আমি করোনাকে করি নাকো ভয়।
(লেখা ৭ই মে'২০২১)

No comments:

Post a Comment