কিছুই বুঝতে পারছি না দয়াল!
প্রভু আমার! দয়া করো হে দয়াল!
দেখাও পথ প্রভু!
ঘোর আঁধারে আমি নাজেহাল!!
তোমার দয়ায় দয়াল সব বুঝতে পারি আজ,
দেখতে পারি সবেতেই সত্য!
তোমার দয়ায় খুলেছে চোখ,
ধরতে পারি ভুল আর মুলেতে গলদ নিত্য!!
সব বুঝেও আজ অসহায়, বড়ই যাতনা বুকে!
করিতে পারি না কিছু, পারি না কিছুই বলিতে!
সমর্পিত এ জীবন শ্রীচরণে তোমার
যাবার আগে প্রভু রেখো লাজ আমার!!
আত্মপ্রতিষ্ঠা কিম্বা অর্থের লোভে
সত্যকে হত্যা করতে দ্বিধা করলে না বন্ধু!
শেষের দিনগুলি কিন্তু ভয়ংকর
একথা রেখো মনে কিন্তু।
ইহকালে শুধু ব্যবহার ক'রে
শেষের দিনগুলি কিন্তু ভয়ংকর
একথা রেখো মনে কিন্তু।
ইহকালে শুধু ব্যবহার ক'রে
নিজের কাজ বাগিয়ে নিলে;
আর অবশেষে ছিবড়ে ক'রে
বন্ধু তোমরা ফেলে দিলে!
ঠিক আছে ভালো থেকো।
দেখা হবে শেষের সেদিনে,
আর, দেখা হবে বন্ধু পরকালে।
দয়ালের দয়াল রূপ দেখেছো বন্ধু
দেখোনি তার ভয়াল রূপ।
দয়ালের দেখেছো মধুর হাসি
দেখোনি তার গম্ভীর মুখ।
এতটা শিয়ালের মত ধূর্ত তুমি বন্ধু!?
মিষ্টি কথা আর মধুর হাসিতে ভুলিয়ে
পিছনে মারলে ছুরি আর ভেঙে দিলে
দেখা হবে শেষের সেদিনে,
আর, দেখা হবে বন্ধু পরকালে।
দয়ালের দয়াল রূপ দেখেছো বন্ধু
দেখোনি তার ভয়াল রূপ।
দয়ালের দেখেছো মধুর হাসি
দেখোনি তার গম্ভীর মুখ।
এতটা শিয়ালের মত ধূর্ত তুমি বন্ধু!?
মিষ্টি কথা আর মধুর হাসিতে ভুলিয়ে
পিছনে মারলে ছুরি আর ভেঙে দিলে
তিল তিল ক'রে গড়ে তোলা দয়াল সৌধ?
বাগাতে ফোকটে সিন্ধু! দেখছে দয়াল কিন্তু।
ভাঙার কারিগর তুমি!
গাঁইতি ছেনী হাতুড়ি তোমার সাথী।
তুমি নও গড়ার রাজমিস্ত্রী,
নও তুমি দয়ালের সাথী।
গাঁইতি ছেনী হাতুড়ি তোমার সাথী।
তুমি নও গড়ার রাজমিস্ত্রী,
নও তুমি দয়ালের সাথী।
দয়ালের দরবারে এই কলঙ্কের টিকা
কপালে লাগালে তুমি বন্ধু!
যা করছো বা ক'রে রেখেছো
যা করছো বা ক'রে রেখেছো
তাই গ্রাহ্য করবেন করুণাসিন্ধু
আর তার ফলও পাবে ঠিক তেমনি কিন্তু।
বন্ধু! কি ভয়ংকর তোমার শান্ত চোখ!
বীভৎস মিষ্টি মধুর হাসি!!
হাসতে হাসতে কাছে ডেকে
পাশে নিয়ে গলায় দিলে ফাঁসি!!!
বন্ধু! কি ভয়ংকর তোমার শান্ত চোখ!
বীভৎস মিষ্টি মধুর হাসি!!
হাসতে হাসতে কাছে ডেকে
পাশে নিয়ে গলায় দিলে ফাঁসি!!!
একাই তুমি সব ভোগ করবে বন্ধু!?
তোমার আজকের সাফল্যের পিছনে
যে বা যারা ছিল কারিগর তাদের গেলে ভুলে!?
তোমার আজকের সাফল্যের পিছনে
যে বা যারা ছিল কারিগর তাদের গেলে ভুলে!?
সত্যিই কি তুমি সফল?
শেষের সেদিন হতাশা আর অবসাদে ভরা
শেষের সেদিন হতাশা আর অবসাদে ভরা
নয়তো ঐশ্বর্যের মাঝে সকল?
হ্যাঁ আমি থাকবো! আমি থাকবো বেঁচে!!
তুমিও থাকবে। থাকবে বেঁচে।
হ্যাঁ আমি থাকবো! আমি থাকবো বেঁচে!!
তুমিও থাকবে। থাকবে বেঁচে।
দয়াল রাখবে বাঁচিয়ে দু'জনেরে
হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়ার তরে;
হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়ার তরে;
দেখে যাবো দু'জনে পাশাপাশি
সত্য ও মিথ্যার মুখোমুখি বসে
সত্য ও মিথ্যার মুখোমুখি বসে
পরিণতি হেসে নেচে কেঁদে।
( লেখা ১০ই মে' ২০১৯-২২)
( লেখা ১০ই মে' ২০১৯-২২)
No comments:
Post a Comment