মনের মিলনে যেন না পড়ে ছেদ,
থাকে অমলিন! মতান্তর স্বাভাবিক;
মনান্তর ডেকে আনে পরিণতি অস্বাভাবিক!
মতান্তরে থাকে জোশ, আমিত্বের আস্ফালন, হারায় হুঁশ!
এটা স্বাভাবিক। কিন্তু জীবন মাঝে যদি থাকে দয়াল
মতান্তরে থাকে জোশ, আমিত্বের আস্ফালন, হারায় হুঁশ!
এটা স্বাভাবিক। কিন্তু জীবন মাঝে যদি থাকে দয়াল
জীবন খুঁজে পায় পথ, থাকে খুশ!
জীবন খুঁজে পাবে পথ
জীবন খুঁজে পাবে পথ
যতই থাকুক আমিত্বের ছোবল!
মতান্তরে হবে না মনান্তর
যদি সদা বলো মুখে অকপটে
'হরি বোল! হরি বোল!!
জীবন মাঝে আছে দয়াল
জীবন মাঝে আছে দয়াল
ভয় কি মোদের আর?
মতান্তরের তুফান উঠুক
শক্ত হাতে হাল ধরেছি,
দয়ালকে নিয়ে পণ করেছি
একসাথে বাইবো মোরা দাঁড়!!
এইখানেতেই জীবন আছে,
এইখানেতেই জীবন আছে,
জীবন মাঝে আলো আছে;
সেই আলোতেই জীবন খুঁজে পাবি!
মতান্তরেই পথ আছে যদি দয়াল সাথে যাবি!!
দয়াল আমার বড়ই দয়াল
দয়াল আমার বড়ই দয়াল
সেথায় জীবন খুঁজে পাবি!
মতান্তরে দোষ নাই মাঝে দয়াল যদি থাকে
কিন্তু মনান্তরে জীবন হারাবি দয়াল সেথায় কাঁদে!
এসো বন্ধু! হাতটি ধরো! একসাথে হাতে হাত রাখি!
এসো বন্ধু! হাতটি ধরো! একসাথে হাতে হাত রাখি!
নামের বাদাম তুলে দিয়ে পরাণ খুলে বলি,
এসো বন্ধু! এসো সবাই হেথায় জীবন খুঁজে পাবি!
মতান্তর হয় হ'ক, মনে যেন না থাকে কোনও ক্ষোভ!
মতান্তর হয় হ'ক, মনে যেন না থাকে কোনও ক্ষোভ!
দয়ালের দয়ায় সব যায় মিটে, মনান্তর হয়না জেনো
মোটেই দয়ালের দয়ার প্রতি যদি থাকে লোভ!
No comments:
Post a Comment