১) "কপট হ'য়ো না, নিজে ঠ'ক না আর অপরকে ঠকিও না।"
শ্রীশ্রীঠাকুর।"অকপট হ'য়ো না, নিজে ঠ'ক না আর অপরকে ঠকাও।"
প্রবি।
২) "যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও, তবে কপটতা ত্যাগ কর"।
শ্রীশ্রীঠাকুর।
কপটতার ধার ধেরো না, আত্মপ্রতিষ্ঠা আর আত্মস্বার্থপ্রতিষ্ঠাই তোমার জীবনের লক্ষ্য হউক। তুমি অনিষ্টপ্রাণতার উপাসক হও।
শ্রীশ্রীঠাকুর।
কপটতার ধার ধেরো না, আত্মপ্রতিষ্ঠা আর আত্মস্বার্থপ্রতিষ্ঠাই তোমার জীবনের লক্ষ্য হউক। তুমি অনিষ্টপ্রাণতার উপাসক হও।
৩) সংহতিতে যে ভাঙ্গন ধরায় সে ছেদক। ইষ্টকে আয়ের উপকরণ ক'রো না।--শ্রীশ্রীঠাকুর।
সংহতিতে ভাঙন ধরাও, লন্ডভন্ড ক'রে দাও, ছেদক হও, ছেদক ছড়িয়ে দাও, ইষ্টকে আয়ের উপকরণ ক'রে নাও আর লুটেপুটে খাও।"
জীবন ধ্বংস সাধনার সাধক হও।--প্রবি।
জীবন ধ্বংস সাধনার সাধক হও।--প্রবি।
৪) "প্রিয় বিতরণ করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর"।
শ্রীশ্রীবাবাইদাদা।
শ্রীশ্রীবাবাইদাদা।
"অপ্রিয় বিতরণ করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর"।--প্রবি।
No comments:
Post a Comment