অন্যকে নকল করবো আবার
আসলের মত বুক চেতিয়ে চলবো!তাই কি কখনো হয়?
নকল কি?
'ঘি' এর পাশে যেমন 'খাঁটি ঘি' !!
নকল কি?
'ঘি' এর পাশে যেমন 'খাঁটি ঘি' !!
মানুষ সবচেয়ে নিজেকেই বেশী ভালোবাসে
আর নকল মানুষই জেনেই হ'ক
আর নকল মানুষই জেনেই হ'ক
আর না জেনেই হ'ক
নিজের ক্ষতি নিজেই বেশী করে;
ঐ না-জেনে যারা করে বিষ পান
আর ক্ষতির হিসেবে বেকুব অজান
দুঃখ কষ্ট তাদের লেগেই থাকে ঘরে।
আর, জেনেশুনে যারা নিজের ক্ষতি করে
ঐ 'আমি জেনে শুনে বিষ করেছি পান'
কিংবা ঐ Smoking is injurious to health-এর মতো
তাদের বাঁচার ইচ্ছাটাই গেছে মরে
কি হবে আর ঠাকুর ধ'রে?
ঠাকুর ধরার পরও যদি তোমার হয় কোনও ক্ষতি,
বড় রকমের হয় লোকসান
তবে তুমি ঠিক জেনো
বড় রকমের হয় লোকসান
তবে তুমি ঠিক জেনো
তোমার ঠিক নেই মতিগতি
তুমি ঠাকুরের সাথে করেছো কোনও বেইমানী,
তুমি ঠাকুরের সাথে করেছো কোনও বেইমানী,
নুন খেয়ে করেছো তাঁর সাথে নেমকহারামি
তুমি নেমকখারাম! তুমি বেইমান!!
ঠাকুর ধরেছো অথচ নেই সুখ, শান্তি নেই মনে!
মানে তুমি প্রতিনিয়তই অসুখকে করেছো সাথী
আর অশান্তিকে করেছো সখা।
মানে তুমি প্রতিনিয়তই অসুখকে করেছো সাথী
আর অশান্তিকে করেছো সখা।
ঠাকুর বাহানা মাত্র; শিখণ্ডী ক'রে তাঁকে
করেছো ছলচাতুরী তাঁর সনে ক্ষণেক্ষণে!!
No comments:
Post a Comment