Powered By Blogger

Wednesday, May 10, 2023

খোলা চিঠি সুপ্রিয়কে।

সুপ্রিয়, কাউকে ছোটো ক'রে নিজে বড় বা মহান হওয়া যায় না। তুমি যে দলেরই কর্মী বা সমর্থক হও কাউকে hurt করা রাজনৈতিক শিষ্টাচার নয়। এখন নেতা থেকে কর্মী, সমর্থক সকলের একটাই লক্ষ্য কে কতবড় গালিবাজ হ'তে পারে, কে কাকে কতটা অপমান করতে পারে, কে কাকে কতটা নীচা দেখাতে পারে আর নীচে টেনে নাবাতে পারে! আর এটাই এখন বাংলা আর বাঙ্গালীর গর্বের বিষয়। ২০১৪ কে হবে শ্রেষ্ঠ গালিবাজ তার তীব্র প্রতিযোগীতা চলছে।

আমি গর্বিত! আমি গালিবাজ বাঙালী!!!!!!!!

প্রধানমন্ত্রীর চা বিক্রি করা নিয়ে ট্রোল করেছো।
চা বিক্রি করাটা কি ছোটোলোকি কাজ সুপ্রিয়? তুমি কি কোনদিন গরীবের কষ্ট, অভাবের যন্ত্রণা বা বেকার থাকার তীব্র জ্বালা অনুভব করেছো? তুমি কি সোনা বা রুপোর চামচ মুখে নিয়ে নিয়ে জন্মেছো? তুমি কি, সে যে দলেরই নেতা হ'ক, সেই নেতার জীবন সংগ্রাম (যদি থাকে) পড়েছো, দেখেছো, জেনেছো বা অনুভব করেছো? তুমি কি ভারতের জনগণের ওপর ভারতবর্ষের স্বাধীনতা, দেশভাগ থেকে শুরু ক'রে দীর্ঘ ৬৬ বছরের রাজনৈতিক নির্মম শোষনের ইতিহাস জানো? নিশ্চয় জানো। পুরোটা না হ'লেও অনেকটা জানো। তোমরা পড়াশুনা জানা আজকের যুবক। কি প্রমাণ করতে চাও নিজেদের? একটু ভেবে দেখো।
তোমরাই প্রমান ক'রে দাও বারবার এবং তোমাদের মত মানুষরা এবারও প্রমাণ ক'রে দিলে বুঝেই হ'ক আর না বুঝেই হ'ক, 'গরীব চিরকাল গরীব আর বড়লোক চিরকাল বড়লোক'!!!!!!!! গরীবের মাথায় গরীব-ই মারে লাথি আর বড়লোকের পা ধ'রে করে গরীব চাঁটাচাঁটি!!!!!!!
সাবাশ বাঙালী!!! সাবাশ!!!!!!!!!!!
ইতি,
প্রবি।

No comments:

Post a Comment