Powered By Blogger

Friday, May 12, 2023

প্রবন্ধঃ সমাজ কো বদল ডালো (৭)

এসির ঠান্ডা হাওয়ায় ধীরে ধীরে ঘরের গরম হাওয়া বদলে যেতে লাগলো; বদলে যেতে লাগলো উপস্থিত অতিথিদের শারীরিক ভাষা। ঠান্ডা হাওয়ায় গরম চা সঙ্গে হালুয়া আর নমকিন জমে গেল। জয়ন্তদা তুলশীদাকে লক্ষ্য ক'রে বললো, ঈশ্বরের কথা তখনই মনে পড়ে যখন মানুষ বিপদে পড়ে, সমস্যায় পড়ে! আমি বললাম, "জো সুখ মে সুমিরণ করে, দুঃখ কাহে কো হৈ।"

এইখানেই যত সমস্যা মানুষের! মানুষ যখন সুখে থাকে, আরামে থাকে তখন ঈশ্বর তো দূর কি বাত নিজের আপনজনদের কথায় মনে রাখে না। বুঁদ হ'য়ে থাকে আপন ফুর্তির নেশায়! কিন্তু মানুষ ভুলে যায় যে কথা তা হ'লো "চিরদিন কাহারো সমান নাহি যায়।" যেদিন যখন খারাপ সময় আসে তখন একসঙ্গে বহু সমস্যার মেঘ মাথায় ভেঙে পড়ে! তখন মানুষ হ'য়ে পড়ে দিশেহারা। কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে ভেবে কুল পায় না! পাগলের মত হাতড়াতে থাকে, খড়কুটোর মত হালকা পলকা জিনিসকে ঝাপটে ধরেও বাঁচতে চায়! আর সেই অসহায় অবস্থার সুযোগও নিয়ে নেয় কিছু নরাধম! পড়েছো মোগলের হাতে খানা খেতে হবে একসাথে।

আনন্দের দিনগুলি খুব দ্রুত কেটে যায়! রাত কেটে দিন আসে দিন কেটে রাত তেমনি দুঃখের পরে আসে সুখ, সুখের পরে দিন। আনন্দ শেষে হাজির হয় নিরানন্দ, জীবনী শক্তি হয় ক্ষীণ! যেদিন খারাপ সময় আসে সেদিন কেন একসঙ্গে আসে বহু সমস্যা!? বিন্দু বিন্দু জলকণা জমে যেমন মেঘের সৃষ্টি হয় ঠিক তেমনি একটু একটু সমস্যা জমতে জমতে সমস্যার পাহাড় ভেঙে পড়ে মাথার উপর একদিন আর হঠাৎই ভেঙে পড়ে! জীবনের সব ক্ষেত্রেই সমস্যার ছোবল! ঘরেবাইরে ভাইয়ে-ভাইয়ে, ভাই-বোনে, বোনে-বোনে, স্বামী-স্ত্রীতে, বন্ধুতে বন্ধুতে, সন্তান আর পিতামাতা, মালিক-কর্মচারী ইত্যাদি নানা সম্পর্কের মধ্যে শুধু ফাটল আর ফাটল, ফাটল আর ফাটল!!!!! কেউ কারো থেকে কম নয়! স্কুল-কলেজ, অফিস-কাছারি, মাঠ-ময়দান, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি সব জায়গায় সবার মধ্যে অসহযোগিতার বাতাবরণ! কোথায় যাবে, কার কাছে যাবে? মানুষ না সমাজ!? সমাজ না মানুষ!? কার পরিবর্তনের প্রয়োজন? কার জন্য বদলের ডাক!

মানুষ কো বদল ডালো নাকি সমাজ কো বদল ডালো? কোনটা!
ক্রমশ:
( ২৩শে মে' ২০১৯ )

No comments:

Post a Comment