Powered By Blogger

Sunday, May 7, 2023

কবিতা? যারা গেছো চলে।

সবাই গেছো চ'লে কেউ নেই বাকী আজ অবশেষে।
জীবন খুঁজে পাবার তরে এসেছিলে যারা
তারা সব গেছো চলে ফিরে মরণ নদীর কূলে
জীবন নদী পায়ে দ'লে।
যারা তোমরা সবাই গেছো চ'লে
দয়ালকে একা রেখে অনাদরে ফেলে
দল বেঁধে নেচে নেচে হেঁসে হেঁসে
কানে কানে মরণের ঢেউ তুলে
তারা তোমরা যদি পারো যতটুকু পারো
ক'রো দয়ালের যা আছে অসম্পূর্ণ কাজ
প্রায়শ্চিত্ত রূপে, রেখো দয়ালের লাজ
জীবন সূর্য পাটে যাবার আগে।
আর যদি না পারো ফিরে এসো করি ত্বরা
জীবন নদীর কুলে তাঁর দরবারে
শেষ নিঃস্বাস ফেলার আগে তাঁর চরণতলে
শেষের সেদিন ভয়ংকর একথা স্মরণ ক'রে।
অশ্রুপাতে ভিজিয়ে তাঁর রাতুল চরণ
নাশিও লক্ষ্য করি তাঁর অসহনীয় বুকে
তোমার দেওয়া বিষ ব্যাথা; দেখো তোমার
নিজ ব্যথা জ্বালা যন্ত্রণা যা আছে সব যাবে ঘুচে।
কারণ তিনি দয়াল, আমার তোমার পরমবাপ!
(লেখা ৭ই মে' ২০২২)

No comments:

Post a Comment