Powered By Blogger

Wednesday, December 18, 2024

কবিতাঃ কত রঙ্গ

কতই রঙ্গ দেখি দুনিয়ায়
ও ভাইরে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়।
ময়দানেতে কুণাল নামে শুভেন্দু পালায়!
আমি যেই দিকেতে চাই
দেখে অবাক বনে যাই
ফুলে ফুলে আছে সবাই
জোড়া হ'ক আর পদ্ম ফুল ভাই!
( লেখা ১৯শে ডিসেম্বর'২০২০)

All react

No comments:

Post a Comment