Powered By Blogger

Monday, December 2, 2024

বিচিত্রা ৫৪

জীবন্ত ঈশ্বর ছাড়া জীবন;
সেই জীবনের নাম যন্ত্রণা।
যন্ত্রনার যাঁতাকলে পিষে মরে জীবন,
কে শোনাবে মুক্তির মন্ত্রণা!?

মূর্তি পূজায় নেই ফুর্তি; 
নিরাকার? নেই কোনও প্রাণ।
আকাশের ভগবান? 
জেনো হৃদয়ে নেই তার কোনও স্থান।
নেই কোনও আকার।

মূর্তি পূজায় নেই প্রকৃত প্রাপ্তি; 
নিরাকার? নেই কোনও প্রাণ।
আকাশের ভগবান? 
জেনো হৃদয়ে নেই তার কোনও স্থান।
নেই কোনও আকার।

আপনার ধর্ম পালন যেন অন্যের 
অসন্তোষের না হয় কোনও কারণ।

ধর্ম পালন মানে বুকের মাঝে 
ভরপুর অক্সিজেন পরিবেশন। 
আর তা হয় না
অথচ ধর্মকথা কথন
জেনো কাকস্য পরিবেদন।

মতে অমিল পথে গোঁজামিল 
তবুও গন্তব্য নাকি এক!
আদর্শে গঞ্জনা, শ্রদ্ধাস্পদে লাঞ্ছনা 
তার সাথে বন্ধুত্ব!? 
ভন্ডামি কিনা ভেবে দ্যাখ।
( লেখা ৩রা ডিসেম্বর'২০১৭)

রাম ভক্ত আর রামের ওপর
অকারণ অন্যায় খড়্গহস্ত
দু'পক্ষই রামকে ধ'রে শেষমেশ
মারো টান সমস্যা হবে খান খান
হবে ধান্দা পূরণ অশেষ।

ডান বাম সওয়াল জবাব হরদম!
কে বেশী? কে কম?
একে হয় অন্যের যম!!
( লেখা ৩রা ডিসেম্বর'২০১৮)

পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী 
যতই ভূমিকা পালন করুক  আগ্রাসী  
আসল সময়ে ঝোলা থেকে বেড়াল  
পড়বে বেরিয়ে হ'তে হবে নাকাল
যদি থাকে নারীর মাথায় জীবন্ত ঈশ্বর
সে নারী হবে জগতে অবিনশ্বর!

পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীরা তখনি
ঝাঁসির রাণীর চেয়েও হবে ঝাঁঝালো, মমতাময়ী, 
হবে সু'সন্তানের জননী, হবে চিন্ময়ী---
পরমপিতা তাদের একমাত্র আশ্রয় হবে যখনি।

পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় 
পুরুষই শেষ কথা কবে, 
সে যে নারী আর যতবড় নারীই হ'ক না কেন! 
নারীর কোনও মূল্য নেই 
এই ঝাঁ চকচকে ফাঁপা সমাজে! 
তাই ডাঃ প্রিয়াঙ্কা রেড্ডিরা এভাবেই 
স্বাধীন ভারতের মাটিতে 
মারা যাবে নিঃশব্দে-নীরবে!

নারী যতদিন থাকবে আনাড়ি
পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় 
নারীর জীবনে পড়বে দাঁড়ি! 
নারীও নারীর সাথে করবে আড়ি! 
কারণ সবাই ব্যাপারী!

এসো সবাই আনন্দে থাকি!
পরমপিতার নাম আনন্দে থাকার ধাম!!

শুরু হ'য়ে গেছে ডঃ প্রিয়াঙ্কা রেড্ডির 
মৃত্যু নিয়ে রাজনীতি!!!!!!!!! 
ওয়াহ! হ্যাটস অফ রাজনীতি!!

আবার মোমবাতি! আবার বাতাবাতি!!
ওয়াহ! চ্যানেলে চ্যানেলে বলাৎকারের 
পক্ষে-বিপক্ষে মাতামাতি!!!

বলাৎকারী-অপরাধীর মুখ ঢাকা থাকা মানে 
তাকে সমাজে পরবর্তী বলাৎকার ও অপরাধের 
সুযোগ দেওয়ার জন্য দরজা খুলে রাখা!?

নারী! কেউ নেই তোমার পাশে!
আছে শুধু তর্ক-বিতর্ক!
আছে শুধু জ্ঞান-বিজ্ঞান পক্ষে-বিপক্ষে !!

ফেসবুক বৃত্তি-প্রবৃত্তিকে সুড়সুড়ি দেওয়ার বলিষ্ঠ মাধ্যম?
( লেখা ৩রা ডিসেম্বর'২০১৯)




































No comments:

Post a Comment