জাত নিয়ে করছো বড়াই;
জাত বলতে কি বোঝো তুমি?
আগে সেটা বলো দেখি তো ভাই।
জাত নিয়ে তুমি গান বেঁধেছ
কাউকে শ্রেষ্ঠ, কাউকে দেখাতে নিকৃষ্ট।
জাত নিয়ে তুমি লিখলে কবিতা
গল্প উপন্যাস নানা সাহিত্য উৎকৃষ্ট।
জাতের নামে উঁচুনিচু ভেদাভেদ ক’রে
জাতকে রাখবে অক্ষত?
জাতের নামে বজ্জাতি ক’রে
স্রষ্টার বিধানকে করেছো ক্ষতবিক্ষত।
জাতের বিরুদ্ধে লড়ছো তুমি
ভেঙে করতে চাইছো খানখান
সব কিছুরই চাইছো দিতে এক আকার
নিজেকে সাজিয়ে মহান।
একজন জাতের বিরুদ্ধে খড়্গহস্ত
সাম্যবাদের গাইছে অলীক গান
ধর্মবাদী আর এক ধার্মিক বেকুব
জাতকে করতে নির্মূল ধরেছে তান।
জাত মানো না, ধর্ম মানো না
কিন্তু ধর্মান্তরিত হও!?
অবাক বন্ধু! অবাক করলে তুমি!!
মানবতার ধর্ম পালন না ক’রে
মানবতার গান তুমি গাও।
নিজের লোক তোমার নয় আপন
ত্যাগ ক’রে তারে পরকে করো আপন
সবাই আপন কেউ নয় পর ব’লে
স্রষ্টার বুকে ধরাও কাঁপন!
নিজের ঘর ভেঙে তুমি
পরের ঘর জোড়া লাগাতে যাও
পাল্টাবে দিন ব’লে শ্লোগান
অলীক মায়ার কপটতার বাঁশি বাজাও।
রিপু তাড়িত জীবন তোমার
বৃত্তি ফাঁসে বদ্ধ পাগল
গান গেয়ে আর তান তুলে
তোমরা কুসংস্কারের ভাঙবে আগল?
সৃষ্টি করছো মনে ক’রে করছো
মানবতার ধর্ম পালন না ক’রে
মানবতার গান তুমি গাও।
নিজের লোক তোমার নয় আপন
ত্যাগ ক’রে তারে পরকে করো আপন
সবাই আপন কেউ নয় পর ব’লে
স্রষ্টার বুকে ধরাও কাঁপন!
নিজের ঘর ভেঙে তুমি
পরের ঘর জোড়া লাগাতে যাও
পাল্টাবে দিন ব’লে শ্লোগান
অলীক মায়ার কপটতার বাঁশি বাজাও।
রিপু তাড়িত জীবন তোমার
বৃত্তি ফাঁসে বদ্ধ পাগল
গান গেয়ে আর তান তুলে
তোমরা কুসংস্কারের ভাঙবে আগল?
সৃষ্টি করছো মনে ক’রে করছো
তোমরা প্রকৃতির বুকে যত অনাসৃষ্টি
বালখিল্য আধা জ্ঞানের অহংকারে
অভাব তোমাদের দূরদৃষ্টির।
কথার খেলায় দক্ষ তুমি
কথার স্রোতে ভাসাও নাও
করার রাজ্যে লবডঙ্কা তুমি
সুরের যাদুতে বোকা বানাও।
নিজের জীবনে নাই যার স্থিরতা
সে করবে অস্থিরকে স্থির!
জিভ ভারী যার
রিপু জ্বরে যে অস্থির?
বালখিল্য আধা জ্ঞানের অহংকারে
অভাব তোমাদের দূরদৃষ্টির।
কথার খেলায় দক্ষ তুমি
কথার স্রোতে ভাসাও নাও
করার রাজ্যে লবডঙ্কা তুমি
সুরের যাদুতে বোকা বানাও।
নিজের জীবনে নাই যার স্থিরতা
সে করবে অস্থিরকে স্থির!
জিভ ভারী যার
রিপু জ্বরে যে অস্থির?
No comments:
Post a Comment