Powered By Blogger

Saturday, December 21, 2024

কবিতাঃ ঈশ্বর ছাড় দেন------

ঈশ্বর ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।
তিনি মহাকাল! তিনি ভয়াল!
বেইমান, নেমকহারামের পূজা তিনি নেন না।
তাঁর সৃষ্টিকে নিয়ে করবে যে খেলা
তাঁর কাছে তিনি কখনো হন না দয়াল।

নিজের ধর্ম ছেড়ে যারা অন্য ধর্মে যায়
তাদের মুখে ধর্মের কথা শুনতে আমি না চাই।
তোমরাও বন্ধু কেউ ধর্ম ও নীতিকথা তাঁর মুখে
যদি চাও নিজের ভালো শুনো না ভাই।

নিজ ধর্মের লোকের কাছে ধাক্কা খেয়ে যারা
নিজের ধর্ম ত্যাগ ক'রে অন্য ধর্ম গ্রহণ করে
তাদের জন্য হয় করুনা, ধর্ম যে কারও বাপের
সম্পত্তি নয় এ বোধ তার নাইরে। কিন্তু যারা অন্য
ধর্মের নারী বা পুরুষের জন্য নিজ ধর্ম ত্যাগ করে
তাদের মুখে নীতিকথা, ধর্ম কথা বিষ বহন করে।

নিজ ধর্ম ত্যাগ না করেও অন্য ধর্মের মানুষকে
ভালোবাসা ও বিয়ে করা যায় যদি বিবাহ বিজ্ঞানকে
মান্যতা দেওয়া হয় এবং ধর্ম আর মতের মধ্যে
প্রকৃত তফাৎ কোথায় তা' বোঝা যায়।

ভয় দেখিয়ে কিংবা গায়ের জোরে বা লোভ দেখিয়ে
যারা অন্য ধর্মের লোককে নিজ ধর্মে ধর্মান্তরিত করে
তাদের জন্য তোলা রইলো নিখুঁত বিচার এ জন্মেই
ঈশ্বর, আল্লা, গড বা ভগবানের দরবারে।

নিজ দল বা সম্প্রদায় ভারী করার জন্য যদি
অন্য ধর্মের লোককে নিজ ধর্মে ধর্মান্তরিত করা হয়
জীবন্ত ঈশ্বর যুগাবতার হন ক্রূদ্ধ, মনে রেখো ভয়।
ধর্ম এক, মত বহু, তাই ধর্ম ত্যাগ হয়না ভাই
এক মত থেকে আরেক মতে যেতে পারে সবাই
তার জন্য ধর্ম ত্যাগ করতে হয়না ভাই,
ধর্ম ত্যাগের মত বড় ভুল বন্ধু আর কিছুই নাই।

নিজ ধর্ম ত্যাগ ক'রে যতই তুমি অন্য ধর্মের
অনুসারী হও, তুমি আদপে কোনও ধর্মের প্রতি
অনুগত ও বিশ্বাসী নও; ভণ্ডামি ছাড়া আর কিছু নাই।
যারা প্রচুর জ্ঞানের অধিকারী পান্ডিত্যের ডঙ্কা বাজায়,
তারা জানে না ধর্ম ত্যাগ করা আর অন্য ধর্ম গ্রহণ করা
বেকুবি ছাড়া আর কিছুই নয়? ঘটে বুদ্ধি কিছুই নাই।
এরা জাতি, সমাজ, দেশ রাষ্ট্রের ডেকে আনে ক্ষয়
ঈশ্বরের রাজ্যে এরা শত্রু, এরা ঈশ্বরকে করে না ভয়।

কিন্তু ঈশ্বর যেমন দয়াল তেমনি ঈশ্বর ভয়াল
তিনি ছাড় দেন কিন্তু দেন না ছেড়ে কাউকে
যারা তাঁর সৃষ্টিকে করে বেহাল, তাঁর কাছে তিনি মহাকাল!
এটা কি খুবই কঠিন বিষয়? যা বোঝা না যায়?
এত জ্ঞান তাহ'লে কিসের বার্তা বোঝায়?

গোত্রান্তর ক'রে বিয়ে সমর্থন যেমন মূর্খের শাস্ত্র জ্ঞান
রক্তের শুদ্ধতা হয় নষ্ট তা'তে নেই তার প্রতি ধ্যান।
তেমনি ধর্মান্তর ঘোর পাপ গোত্রান্তর বিয়ের মতো
নরকের আবাহন করছো বন্ধু, জানাচ্ছো শয়তানকে স্বাগত।
তবে তাই হ'ক! ঘোর কলি আগত।---প্রবি।

No comments:

Post a Comment