গড যদি স্বয়ং প্রেমিক পুরুষ প্রভু যীশু হন আর তিনি যদি তাঁর নিজের প্রতিকৃতি অনুসারে মানুষকে সৃষ্টি করেছেন আর আমি যদি হ’ই তাঁর এক সৃষ্টি তবে তাঁর বিশাল অন্তহীন প্রেম সমুদ্রের মাঝে আমি অতি নগন্য ক্ষুদ্র প্রেমহীন এক সৃষ্টি। আমি আর নিজেকে চিনিতে চাই না। তাই অন্যকেও না।
If God himself is the loving man Lord Jesus and if he created man in his own image and if I am one of his creations, then I am an insignificant little loveless creature in the ocean of his great endless love. I don't want to know myself anymore. So neither do others.গড যদি পরমপিতা হয়, পরমঅস্তিত্ব হয়, আমি সেই বিশাল অসীম অস্তিত্বের সমুদ্রের মাঝে একটা অতি ক্ষুদ্র সামান্য বুদ্বুদ। ঐ সমুদ্রের বুকে উঠে ঐখানেই মিলে যাই। তাই আমি নিজেকে চিনতে চাই না। ঐ বিশালত্বের মাঝে আমার ক্ষুদ্র অবস্থান দেখে আমি চুপ ক'রে যাই। কারণ আমার স্বরূপ তখন আমি জানতে পারি।
If GOD is the Supreme Father, Supreme Existence, I am a tiny bubble in the Occen of that vast infinite existence. Go up to the sea and disappear there. So I don't want to know myself. I felt silent after seeing my small position in the midst of that vastness. Because I can know my nature then.
No comments:
Post a Comment