Powered By Blogger

Sunday, December 8, 2024

বিচিত্রা ৫৯

 Old Is Gold But Young Is Imitation
Which Creates Huge Generation Gap.

Generation Gap Is Nothing 
But Lack Of Understanding Between 
Experienced & Non-Experienced.

Generation Gap Means 
Gap of Thinking, Seeing, 
Knowing & Understanding 
Between Young & Older.

প্রেম বিনা কি প্রেম পাওয়া যায়?
প্রেম হীন জীবন কেমন সে জীবন? হায়!

ভালোবেসো আর ভালো রেখো সবাইকে 
অশেষ ভালো আসবে ফিরে 
তোমার জীবন আকাশে।
( লেখা ৮ই ডিসেম্বর'২০১৮)

ভারত ধর্মে মহান হবে,
কর্মে মহান হবে!
বিশ্বের বুকে, ইতিহাসে ধর্মে কর্মে
রাজস্থান স্থান লবে!!

নিজের জীবনের পাই না তল,
নাই ঠিক তাল;
অন্যের জীবনের খুঁজি তল,
খুঁজি তাল; শালা বেতাল!!

"ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লভে।" 
কখন? 
দেশে হিন্দুধর্ম, মুসলমানধর্ম, খ্রিষ্টধর্ম, বৌদ্ধধর্ম 
ইত্যাদি ব'লে বহু ধর্ম থাকবে না যখন, তখন।
যখন থাকবে শুধু হিন্দু মত, মুসলমান মত, 
খ্রীষ্টান মত, বৌদ্ধ মত ইত্যাদি।
আর যখন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের পরিবর্তে হবে
সম্প্রদায় নিরপেক্ষ রাষ্ট্র।
তখন আবার 
ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লভে।" 

"ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লভে।"
ইউটোপিয়া? 
দেশের মাথায় যদি না থাকে পুরুষোত্তম, 
হ্যাঁ ইউটোপিয়া; বকান্ডপ্রত্যাশা।

"ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লভে"
কবে?
যেদিন দেশের মাথার উপর থাকবে পুরুষোত্তম 
আর তাঁর নীচে থাকবে মানুষ-মানুষ-মানুষ।
সেদিন।

হিন্দু, মুসলমান, খ্রিষ্টান ইত্যাদি কার সৃষ্টি?
ঈশ্বর না মানুষ?
পরমাত্মা না মহাত্মা?
জীবাত্মাকে বাঁচাবে কোন কৃষ্টি!?

পরমাত্মা আর জীবাত্মার মাঝে লক্ষ যোজন ফাঁক।
হে মহাত্মা! বাড়িয়ে দিয়ে হাত  
তুমি জীবাত্মাকে নিয়ে সাথে সেতু রূপে
মিশে যাও পরমাত্মা পরমপিতার সাথ আর 
যত দ্বন্দ্ব যাক ঘুচে, ফাঁক ভরাট হ'য়ে যাক।

শ্রদ্ধাবান মহাত্মার ঘরেই যদি হয় অশ্রদ্ধার চাষ;
হে প্রভু! কোথায় তবে জীবাত্মার মুক্তির আশ!?

সীমাহীন অশ্রদ্ধার হ'য়ে চলেছে চাষ!
শ্রদ্ধাবান মহাত্মার ঘরেই কিন্তু বন্ধু
সেই চাষার বাস!!

মাঝে মাঝে ভাবি এই পরিস্থিতির জন্যে কে দায়ী!?
বলি, কার দোষ মন!?
ঠাকুর! এই-ই কি
Transitional Period-এর লক্ষ্মণ!

অন্যের নামে রটিয়ে মিথ্যে কুৎসা হ'লে ইষ্টনিষ্ঠ!?
দয়াল কিন্তু ভয়ংকর ভয়াল
বুঝলে না বন্ধু!
ক'রো না নিজেকে কপটতায় হৃষ্টপুষ্ট।

ঠাকুরকে নিয়ে করছো ছেলেখেলা! 
হেলাফেলা!! অবহেলা!?
ঠাকুর তোমার যেমন দয়াল, 
তেমনি জেনো ভয়াল;
শুধরে যাও এবেলা।

ঠাকুর পূজা আর শীতলা পূজা, মনসা পূজা,
গণেশ পূজা, শিব পূজা, সন্তোষী পূজা ইত্যাদি
মূর্তি পূজা নয়রে সমার্থক;
ঠাকুর তোমার জ্যান্ত ঠাকুর, জীবন দাঁড়া,
জীবন মেরু, বাঁচা=বাড়ার উদ্বোধক।

ঠাকুর সব দেখছো তুমি তবুও তুমি চুপ!
তোমায় নিয়ে সবাই খেলছে খেলা, ফাটকা খেলা;
শুধু খেলা তো নয় প্রভু! তুমি দাবার বোড়ে অভিরূপ!!

পা করছে মাথার কাজ
মাথার স্থান পায়ে!
পায়ে পায়ে ঘুরছে জগৎ
জীব মরছে মাথার ঘায়ে!!

( লেখা ৮ই ডিসেম্বর'২০১৭)








No comments:

Post a Comment