কারণ উলঙ্গ বৃত্তি-প্রবৃত্তির সেথা
প্রশ্রয়-মহাশ্রয়!!
আজ বাংলার বুকে যা হচ্ছে বা চলছে
তার দায় কে নেবে? নেতা-নেত্রী-বুদ্ধিজীবীরা?
নাকি আম জনতা?
বাংলা বা বাংলাদেশ কার?
মানুষের? বাঙালীর?
হিন্দু বাঙালি-মুসলিম বাঙালির?
নাকি ধর্মান্ধ-ধর্ম ব্যবসায়ীর?
বাংলাদেশ কার? বাঙালির?
মুসলমানের? হিন্দুর?
নাকি সব সম্প্রদায়ের?
নাকি শরণার্থীর?
শরণার্থীর পরিচয় কি?
বাংলাদেশ কি ফিরিয়ে নেবে শরণার্থীদের?
জলে নামবো না, সাঁতার কাটবো না
কিন্তু পারে দাঁড়িয়ে বলবো
উঁহু হুঁ! হচ্ছে না! হচ্ছে না!
ভুল! ভুল!! সব ভুল!!
আসলে আমিই শালা একটা
চার অক্ষর ফুল।
দে মা! লন্ডভন্ড ক'রে লুটেপুটে খায়!
পরে হবে নিয়ম মত শান্তির নামে
মিছিল-মিটিং-এ হায়! হায়!!
দাও বিদায়।
আসলে আমরা কেউ শান্তি চাইনি, চাই না!
চাই সুখের নামে অসুখ! গভীর অসুখ!!
সেটাই কি সত্যি না?
( লেখা ১৬ই ডিসেম্বর’১৯)
বেইমান আর নেমকহারাম কি হওয়া যায়?
নাকি বেঈমানি আর নেমকহারামি
রক্ত বাহিত মারণ রোগের জীবাণু!?
বেইমান-নেমকহারাম কি জন্মভ্রস্ট?
স্বাধীনতার ৭৪বছর পরও কি দেশ
বিদেশী শক্তির হাতের পুতুল হ'য়ে থাকবে!?
দেশীয় চাটুকারদের দ্বারা পুতুল নাচ নাচাবে!?
দেশ, দেশের জনগণ কবে হবে সাবালক!?
৭৪ বছর পরও দেশ, দেশের জনগণ নাবালক!?
জিম, পিৎজা, ম্যাসাজ পার্লার ইত্যাদিতে
সজ্জিত কৃষক আন্দোলন!?
কম্যুনিস্টরা কি এমন আন্দোলন দেখেছেন!?
নয়া ভারত! নয়া আন্দোলন!
আধুনিক কৃষক পিৎজা খায় আবার
জিমে গিয়ে ক্যালোরি জ্বালায়!!
চাষ করার জন্য ম্যাসাজ পার্লারে
ক্লান্ত শরীর ম্যাসাজ করায়!!! ওয়াও!!!
আধুনিক ভারতের আধুনিক আন্দোলন!?
জিম, পিৎজা, ম্যাসাজ পার্লারে পরিবেষ্টিত মেলায়
কৃষকদের আন্দোলনের নতুন যুগের সূচনা!?
নতুন যুগের আবাহন!?
জিম, পিৎজা, ম্যাসাজ পার্লারে সজ্জিত
মেলার মাঝে কৃষক আন্দোলন!
কম্যুনিস্টরা কি বলেন? কৃষকরা কি ধনী?
কৃষকরা কি আধুনিক যুগের ফলন?
( লেখা ১৬ই ডিসেম্বর’২০)
মুসলমানের? হিন্দুর?
নাকি সব সম্প্রদায়ের?
নাকি শরণার্থীর?
শরণার্থীর পরিচয় কি?
বাংলাদেশ কি ফিরিয়ে নেবে শরণার্থীদের?
জলে নামবো না, সাঁতার কাটবো না
কিন্তু পারে দাঁড়িয়ে বলবো
উঁহু হুঁ! হচ্ছে না! হচ্ছে না!
ভুল! ভুল!! সব ভুল!!
আসলে আমিই শালা একটা
চার অক্ষর ফুল।
দে মা! লন্ডভন্ড ক'রে লুটেপুটে খায়!
পরে হবে নিয়ম মত শান্তির নামে
মিছিল-মিটিং-এ হায়! হায়!!
দাও বিদায়।
আসলে আমরা কেউ শান্তি চাইনি, চাই না!
চাই সুখের নামে অসুখ! গভীর অসুখ!!
সেটাই কি সত্যি না?
( লেখা ১৬ই ডিসেম্বর’১৯)
বেইমান আর নেমকহারাম কি হওয়া যায়?
নাকি বেঈমানি আর নেমকহারামি
রক্ত বাহিত মারণ রোগের জীবাণু!?
বেইমান-নেমকহারাম কি জন্মভ্রস্ট?
স্বাধীনতার ৭৪বছর পরও কি দেশ
বিদেশী শক্তির হাতের পুতুল হ'য়ে থাকবে!?
দেশীয় চাটুকারদের দ্বারা পুতুল নাচ নাচাবে!?
দেশ, দেশের জনগণ কবে হবে সাবালক!?
৭৪ বছর পরও দেশ, দেশের জনগণ নাবালক!?
জিম, পিৎজা, ম্যাসাজ পার্লার ইত্যাদিতে
সজ্জিত কৃষক আন্দোলন!?
কম্যুনিস্টরা কি এমন আন্দোলন দেখেছেন!?
নয়া ভারত! নয়া আন্দোলন!
আধুনিক কৃষক পিৎজা খায় আবার
জিমে গিয়ে ক্যালোরি জ্বালায়!!
চাষ করার জন্য ম্যাসাজ পার্লারে
ক্লান্ত শরীর ম্যাসাজ করায়!!! ওয়াও!!!
আধুনিক ভারতের আধুনিক আন্দোলন!?
জিম, পিৎজা, ম্যাসাজ পার্লারে পরিবেষ্টিত মেলায়
কৃষকদের আন্দোলনের নতুন যুগের সূচনা!?
নতুন যুগের আবাহন!?
জিম, পিৎজা, ম্যাসাজ পার্লারে সজ্জিত
মেলার মাঝে কৃষক আন্দোলন!
কম্যুনিস্টরা কি বলেন? কৃষকরা কি ধনী?
কৃষকরা কি আধুনিক যুগের ফলন?
( লেখা ১৬ই ডিসেম্বর’২০)
No comments:
Post a Comment