Powered By Blogger

Wednesday, December 18, 2024

কবিতাঃ ঘরপোড়া গরু!

কবিতা লিখে হবেটা কি সত্যি আমার চিন্তা!
দেশ যখন জ্বলছে আগুনে আরামে খাচ্ছি ডিগবাজিটা!!
কবিতা লিখে হবেটা কি সত্যি আমার চিন্তা!
জ্বলুক দেশ! জ্বালাও দেশ! মরুক আমজনতা,
আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা!!
সত্যি! কবিতা লিখছি, কবিতা বলছি, কবিতা শুনছি আমি!
সাম্যের নামে দিচ্ছি ধ্বনি, মুক্তির কসম খাচ্ছি!!
কবিতার সঙ্গে ছড়াও লিখছি, ছুঁড়ছি ছড়ার ছররা!
বিপ্লবের নামে তাত্ত্বিক আমেজে ডুবে ডুবে খাচ্ছি ভদকা!!
ছড়ার ছররা নাকি শব্দের ছররা ছুঁড়ছি এলোমেলো!
শিক্ষা-চেতনা-বিপ্লব-মুক্তির মারছি ঘাই, দেখাচ্ছি আলো!!
কবিতা লিখছি, ছড়া লিখছি, লিখছি কতকিছু!
জ্বলো, জ্বালো, জ্বালাও হাঁক দিয়ে ভাই ছুটছি সবাই
অর্থ, মান আর যশের পিছুপিছু!!
কবিতা, ছড়া লিখে হবেটা কি সত্যি আমার চিন্তা!
ঘরপোড়া গরু আমি ডরাই দেখে
সিঁদুরে মেঘের মত এক ঝলক শেষের সেদিনটার!!
( ১৮ই ডিসেম্বর-২০১৯)

No comments:

Post a Comment