Powered By Blogger

Wednesday, December 4, 2024

কবিতা/গানঃ দেওঘরের সীমানায়

দেওঘরের সীমানায়
দেওঘরের সীমানায় ঠাকুরবাড়ির আঙিনায়
মাতাল প্রেমের হাওয়া কোন দরিয়ায় নিয়ে যায়
দেওঘরের সীমানায়।

ও মোর মন হারিয়ে যায়,
মোর মন হারিয়ে যায়
বন্ধুরে তোর পাখনা উড়িয়ে দিয়ে আয়রে
উড়িয়ে দিয়ে আয়।

দয়াল প্রভুর চরণ তলে
এসো সবাই পরান ভুলে
মিলেমিশে সবাই থাকি হাসি হাসি নাচি নাচি
বাঁচি-বাড়ি গেয়ে যাই
ঠাকুরবাড়ির আঙিনায়।

প্রভুর আগুন রূপের ঝর্ণায় ভাসে পরান বন্যায়
প্রাণ মাতানো হাসির ছোঁয়ায় হৃদয় মাঝে ঝড় বয়।
ঠাকুরবাড়ির আঙিনায়।

চোখ যেন নয় হীরে তা চোখেরও অন্তরে
চোখের তারায় মমতা রাশি রাশি ঝরে পড়ে।
নয়নে নয়ন মেলে পরানে ঝড় তোলে
নয়নে নয়ন মেলে পরানে ঝড় তোলে।

ও মন দিন চলিয়া যায় রে, দিন চলিয়া যায়
বন্ধুরে তোর পাখনা উড়িয়ে দিয়ে আয়রে
উড়িয়ে দিয়ে আয়, উড়িয়ে দিয়ে আয়।

দয়াল আমার তোমারি জীবন মাঝে কান্ডারী
দয়াল আমার তোমারি জীবন মাঝে কান্ডারী
মিলেমিশে সবাই থাকি হাসি হাসি নাচি নাচি
বাঁচি-বাড়ি গেয়ে যাই।

দেওঘরের সীমানায়
দেওঘরের সীমানায় ঠাকুরবাড়ির আঙিনায়
মাতাল প্রেমের হাওয়া কোন দরিয়ায় নিয়ে যায়
দেওঘরের সীমানায়।
( লেখা ৪ই ডিসেম্বর'২০১৯)
( সুর/ফাগুনের মোহনায়/সুরোজিত)









No comments:

Post a Comment