Powered By Blogger

Tuesday, December 10, 2024

বিচিত্রা ৬২

আমি প্রভুর, প্রভু আমার প্রাণ।
আমি না হিন্দু, না মুসলিম, না জৈন, না বৌদ্ধ,
না কোনও সম্প্রদায়ের, না আমি খৃষ্টান।
আমি শক্তির তনয়, পরমপিতার সন্তান।
আমি শ্রীশ্রীরাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, মহম্মদ, মহাপ্রভু,
রামকৃষ্ণ ও শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের সন্তান।
আমি সমস্ত অস্তিত্বের সঙ্গী, অস্তিত্বের অস্তিত্ব
পরম অস্তিত্বের সঙ্গী, আমি সৎসঙ্গী।
আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে
আছো প্রভু তুমি আমার সমস্ত হৃদয় জুড়ে।
( লেখা ১০ই ডিসেম্বর'২০১৭/১৮)


ধনী হও আর গরিব হও
ক্ষমতাবান কিম্বা ক্ষমতাহীন
কর্মফল ভোগ তোমাকে করতেই হবে
আর তা এখানেই এই পৃথিবীতেই
এই জন্মেই; তা এখন হ'ক
আর পরেই হ'ক বা মৃত্যুর আগেই।
তাই চলে এসো, ছুটে এসো
এসো হরি নামে মাতাল হ'য়ে।
রাম নামে, কৃষ্ণ নামে পাগল হ'য়ে এসো।
এসো এসো রাধাস্বামী রাধাস্বামী ব'লে।
ডুবে যাও, মিশে যাও নাম সাগরে।

( লেখা ১০ই ডিসেম্বর'২০২০)

এ বিশ্বকে ভবিষ্যৎ শিশুদের জন্য বাসযোগ্য ক'রে যাবার
আমৃত্যু চেষ্টা ক'রে যাবো আমি;
বর্তমান শিশুদের কাছে এ আমার অকপট অঙ্গীকার।"
( লেখা ১০ই ডিসেম্বর'২০২১)

যে শস্য ভুত তাড়ানোর কাজে লাগানো হচ্ছে
সেই শস্যকে যদি ভুতে ধরে?
সমঝদারোকে লিয়ে ইশারা কাফি হোতা হ্যাঁয়।

"Multiple hands get the job done faster."
একাধিক হাত দ্রুত কাজ করে।

Wealth is a poison.
HIS blessing is plagued with that poison.
ধন দৌলত বিষয়-আশয় বিষ।
সেই বিষে জর্জরিত তাঁর আশীষ।
( লেখা ১০ই ডিসেম্বর;২০২৩)

No comments:

Post a Comment