আসুন একটা ভালো বইয়ের সঙ্গে আলাপ করি, বন্ধুত্ব করি। বইয়ের মতো ভালো বন্ধু আর কেউ হয় না। 'বাক প্রতিমা, ডাকলে তুমি' এমনই একটি লেখকের বই যার সঙ্গে সামনাসামনি পরিচয় না হ'লেও বইয়ের মধ্যে দিয়ে তাঁর সুন্দর মিষ্টি মধুর মনের সন্ধান পাওয়া যাবে। ঈশ্বরের পরেই বইয়ের স্থান। ঈশ্বর ছাড়া বইয়ের মতো আর কোনও কিছুই সুন্দর নয়, কেউই আর বন্ধু নয় এই দুনিয়ায়। এমন একটা সুন্দর জিনিসের জন্য মানুষ বহু বছর শবরীর মত অপেক্ষা করতে পারে। কবি অতনু ভট্টাচার্যের 'বাকপ্রতিমা, ডাকলে তুমি' এমনই একটি বই। জীবনের এক ও একমাত্র লক্ষ্য আনন্দ উপভোগ করা। আর কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা "আনন্দ ধারা বহিছে ভুবনে" কথাটা সত্য হয় বই পড়ার মধ্যে দিয়ে। তাই বই একমাত্র মানুষকে নিরানন্দের মাঝে আনন্দ দেয়, নিঃসঙ্গতার মাঝে বই একমাত্র সঙ্গী।
তাই আসুন সেই আনন্দ, সেই সঙ্গীকে খুঁজে নিয়ে আপন ক'রে নিই বইমেলায় কুবোপাখি প্রকাশনার স্টলে কবি অতনু ভট্টাচার্যের নির্মল আনন্দের ডালি নিয়ে সাজানো 'বাকপ্রতিমা, ডাকলে তুমি' কবিতার বইয়ের মধ্যে। বইটি আগামী কলকাতা বইমেলায় প্রকাশ হ'তে চলেছে।
No comments:
Post a Comment