মুখ আর মুখোশের লড়াই দেখতে দেখতে ক্লান্ত, বিধ্বস্ত,
চারিদিকে দেখি অন্ধকার, মিথ্যার ঘোর অন্ধকার সবার চোখে!
দেখে অবাক হয়ে যায়! কত দীর্ঘ সময় কাটিয়েছি যার সাথে
দেখি বেলা শেষে গোধুলী আলোয় লালিম ঠোঁটে
কি ভয়ংকর সুন্দর এক মিষ্টি হাসি হেসে দাঁড়ায় এসে
প্রতিবাদহীন এক গভীর শীতল চোখে পাশে!
দেখে মনে হয়, কি অদ্ভুত! কে এ!?
চিনি চিনি মনে হয়, তবুও চিনিতে না পারি
শুধু মনে হয় শালা আমিই ছিলাম এক আনাড়ি।
শয়তানের হাসি ভগবানের চেয়েও মিষ্টি! মিষ্টি তার কথা!
মৃদু শিষ্ট মিষ্ট প্রতিবাদটুকুও নেই চোখে মুখে,
অন্যায়ের বিরুদ্ধে বিন্দুমাত্র নেই বুকে ব্যথা!?
প্রেম ভালোবাসার অকুল দরিয়ায় জোয়ারে ভাসিয়ে ভেলা
কথার স্রোতে ভেসে ভেসে জীবন দেখায় মাদারীর খেলা!
কূলকিনারাহীন ভাবনা ভেবে ভেবে ক্লান্ত হ’য়ে পড়ি শেষে।
ক্লান্তি স্তর ভেদ ক'রে উঠে দাঁড়ায় আবার অবশেষে
আরও একবার সত্যের মুখোমুখি হবো ব’লে।
বয়সের গাড়ি হু হু ক'রে চলেছে ছুটে
যে কোনোদিন যাবে থেমে বটে।
শুধু এ জন্মে দয়াল তোমার কথামতো
"saviour of mankind" হওয়া হ'লো না।
দেখা যাক যদি আবার আসি
পালন পূরণ করতে এই ব্রত।
দয়াল দয়া ক'রো, তুমি আমায় ভুলো না।
No comments:
Post a Comment