তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে দূরে!?
তুমি ছাড়া এই জীবনে সব লাগে আলুনি;
এসো ধরা দাও মোরে, হে প্রিয়!
প্রেম জ্বরে পুড়ুক পরাণ, উঠুক, তুফান,
ভাসা মোরে দিয়ে তীব্র কাঁপুনি।
হরি নাম মুখে নিয়ে সবাই চায় সাজতে হরি!
হরি বলে,কি যে করি সবাই যে নিচ্ছে হরিকে হরণ করি!!
হরি নামের ছুটিয়ে ফোয়ারা নিজেই হরি হ'লাম!
হরি! তুমি যতই আসো বারেবারে তোমায় বানিয়ে মোদের গোলাম
পরাবো গলায় তোমার লাগাম!!
হরি নাম কা পেয়ালা
হরে কৃষ্ণ কি হালা!অ্যায়সি হালা পি পি করকে
হরি কো হি মার ডালা!!
( লেখা ২৭শে ডিসেম্বর'২০১৭)
No comments:
Post a Comment