এ-পারেতে হল্ট স্টেশন;
এই স্টেশনে জীবাত্মা মোরা
করি হানাহানি.........
ও-পারেতে পরমাত্মায় মিলন!!!!!
আমরা সবাই ওপারের যাত্রী!!
দেহরুপ এই গাড়িতে
জীবাত্মা চলে ধীর গতিতে;
পরমাত্মায় হ'লে মিলন,
ছুটে চলে ভীম গতিতে!!
পরমাত্মা অনুকূল (যীশুর কূল)
সঁপেছি দুই কূল,
ইহকূল পরকূল
হবো না ছিন্নমূল।
পথে পথে ঘুরে ফেরা
পথ ভোলা পথিক মোরা;
আলো ধ'রে দেখায় পথ
তোমার ওই নয়ন জোড়া!
অনুকূল প্রভু তুমি ( প্রাণনাথ যীশু তুমি)
তোমার ওই চরণ চুমি!
রাঙ্গিয়ে তোমার রঙ্গে
সাজাবো এই স্বর্গ ভূমি!!
তোমার ওই নয়ন জলে
মোরা সব পরাণ ভুলে,
সঁপেছি মোদের জীব
তোমারই চরণ তলে।
জীবনের এই ক্ষণে
শপথ নি মনে মনে;
ধোয়াবো চরণ তোমার
নয়নের অশ্রুজলে!!!
জীবনের এই ক্ষণে
শপথ নি মনে মনে;
ধোয়াবো চরণ তোমার
নয়নের অশ্রুজলে!!!
( লেখা ২৫শে ডিসেম্বর'১৩)
No comments:
Post a Comment