কৃষি বিল নিয়ে রাজনৈতিক চাপানউতোরে নিট ফল লাভ কার? আন্দোলন ও বন্ধ ঘোষণার মধ্যে দিয়ে লাভ বা লোকসান কার হ'লো? জনগণের? কৃষকদের? নাকি রাজনৈতিক দলগুলির? যে কোনও বন্ধ বা ধর্মঘটে দেশের সম্পদের যে ক্ষতি হয়, ক্ষতি হয় মানুষ সম্পদের তাতে আন্দোলনের সার্থকতা কোথায়? আর কবে চেতনা জাগ্রত হবে? এইভাবেই কি দেশ খোঁড়াতে খোঁড়াতে ৭৩ বছর পরেও এগিয়ে যাবে? আমরা কি কোনদিনও জানতে পারবো না দেশের স্বার্থে সরকার দ্বারা গৃহীত বিলের সার্বিক সার্থকতা কোথায়? শুধুই দলগুলির নিজেদের স্বার্থে আম জনগণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ক্ষেপিয়ে দিয়ে স্বার্থসিদ্ধি চলবে? এইসব জটিল বিষয় কি সাধারন মানুষ বোঝে? কেন বোঝানো হয় না? আর সব বিষয় কি বোঝানো যায়? দেশের ও দশের ক্ষতি হবে জেনেও কেন জনগণকে বিভ্রান্ত ক'রে ক্ষেপানোর রাজনীতি? কবে দেশের সার্বিক উন্নয়নে দেশের নেতৃবৃন্দ এক হবে? কবে জনগণ দেশের নেতৃবৃন্দের ক্ষেপানোর রাজনীতি বুঝবে? কবে দেশের বুদ্ধিমান মানুষ চাটুকারিতা মুক্ত জীবনের অধিকারী হবে? যাই হ'ক আমার ফেসবুক বন্ধুরা যারা কৃষি বিলের সমর্থনে বা বিরোধিতায় কলম ধরেছেন তারা কি একটু বুঝিয়ে দেবেন শিক্ষকের ভুমিকায় হাজির হ"য়ে এই বুঝতে না পারা অসহায় ছাত্রকে?
প্রশ্ন ২) কৃষি বিলে কি মান্ডি ব্যবস্থার অবসান ঘটলো? মান্ডির বাইরে কৃষি থেকে আয়ের কোনও উপায় থাকল না রাজ্যের হাতে; তাই কৃষক আন্দোলনের নামে নিজেদের স্বার্থে এই কেন্দ্র বিরোধী আন্দোলন? নাকি মান্ডিই ছিল একমাত্র কৃষকের স্বাস্থ্যকর আয়ের প্রকৃষ্ট ব্যবস্থা আর সেই ব্যবস্থার অবসানের জন্য সত্যিকারের কেন্দ্র
বিরোধী আন্দোলন? নাকি নিজেদের পায়ের তলার মাটি খুঁজে পাওয়া ও ফিরে পাওয়ার মরীয়া চেষ্টা?
ক্রমশঃ
( লেখা ৯ই ডিসেম্বর'২০২০)
No comments:
Post a Comment