Powered By Blogger

Thursday, December 5, 2024

কবিতা/গানঃ আমি তোমার কাছেই ফিরে আসলাম।

হে দয়াল! 
আমি তোমার কাছেই ফিরে আসলাম
তোমায় আবার ভালোবাসলাম
তুমি কি রাখবে মোরে
চরণে, হাতটি ধ'রে?

হে দয়াল! জীবনের যত ভুল ধ্বংস ক্ষয় হ'ক;
হ'ক না সে বহুদূর
চেতনা ফিরে পাক জীবন মধু হ'ক
এই-ই চাওয়া বন্ধুর।
চরণে তুমি কি রাখবে মোরে আমার হাতটি ধ'রে?

হে দয়াল! আমি তোমার কাছে ফিরে এলাম
তোমায় আবার ভালোবাসলাম
তুমি রেখো তোমার ক'রে আমারে
চরণে হাতটি ধ'রে।-

হে দয়াল! 
তুমি দিলে যে বারতা আমি গেয়ে গেয়ে যায়
হৃদয়ের অন্ধকারে আলো হ'য়ে যায়
জীবনের যত দুখ যত কিছু কালো তার
সব সরে সরে যায়।
দু'জনার দুটি মন চিরতরে একাকার
হ'ক শুধু বলে যাই
তুমি কি রাখবে মোরে
চরণে হাতটি ধ'রে?

হে দয়াল! 
আমি তোমার কাছেই ফিরে এলাম
তোমায় আবার ভালোবাসলাম
তুমি রেখো আমারে তোমার ক'রে
চরণে চলনে ধ'রে।
আমি তোমার কাছেই ফিরে আসলাম
তোমায় আবার ভালোবাসলাম!
( লেখা ৬ই ডিসেম্বর'২০২০)

( 'আমি তোমার কাছেই ফিরে আসবো' গানের সুরে)

No comments:

Post a Comment