Powered By Blogger

Monday, December 9, 2024

বিচিত্রা ৬১

মন বলে, বাঁচিতে চাহি না আমি 
এই কুৎসিত ভুবনে, 
দানবের মাঝে আমি বাঁচিবারে না চাই।
হৃদয় বলে, এ কেমন ধর্ম প্রভু!
এ কোন ধর্ম!?

আর নয় এবার যাই;
এবেলা প্রভু! দয়াল আমার!
দাও বিদায়।

চরণ তলে ঠাই দাও দাও দাও গো এবার যাবার আগে।
প্রভু! তোমার চরণতলে.........

হে ব্রাহ্মণ! 
শিলা পূজায় করো নারায়ণের আরাধন!?
সম্মুখে তোমার বিরাজিত
জ্যান্ত নারায়ণ!!
দেখিতে পারে না তোমার হলুদ নয়ন।

হে প্রভু রাম! তুমিই বলো
তুমি কার?
হিন্দুরাই কি শুধু সন্তান তোমার!?
এখনও তুমি নির্বিকার!!!!!

হে প্রভু রাম! তুমিই বলো
তুমি কার?
হিন্দুরাই কি শুধু সন্তান তোমার!?
এখনও তুমি নির্বিকার!!!!!

হে প্রভু মহম্মদ! 
তুমি কি 'খতমে নব্যুয়াত', শেষ নবী!
তুমি কি শুধু মুসলমানের নবি!?
অন্যেরা কি দেয়নি তোমায়
এ মর্তে আসার দাওয়াদ!?

হে প্রভু ইশা!
তোমায় আমার শেষ জিজ্ঞাসাঃ 
তুমি কি শুধুই খ্রিষ্টানদের?
নও তুমি বাকী মানবকুলের!?

হে ভগবান বুদ্ধ! 
আমি হিন্দু; তুমি কি আমার নও ভগবান!? 
মুসলমান, খ্রিষ্টান সহ বাকিরা কি তোমাতে নয় মুগ্ধ!? 
ভেবে ভেবে আমি হয়রান!

হে কৃষ্ণ! 
ছিলে মহাপ্রেমিক হ'য়ে মহাপ্রভু; 
বলেছিলে, এই মত হবে মোর দুই অবতার, 
এলে রামকৃষ্ণ আর অনুকূল হ'য়ে আবার। 
তুমি কি সবার?

কেউ কি ব'লে দেবে আমায়
আমি কে বা কি? 
আমি কি হিন্দু? মুসলিম? বৌদ্ধ? জৈন? খৃস্টান?
নাকি অন্য কিছু!?
(৯ই ডিসেম্বর'২০১৭)

Generation Gap Is Built Up
&
Gradually Gets Distant Based On Disobey.

Cultivation Of Disobey
Destroy Blood's
Attributes & Purification.
( ৯ই ডিসেম্বর' ২০১৮)

No comments:

Post a Comment