Powered By Blogger

Thursday, December 5, 2024

বিচিত্রাঃ ৫৭

চারিদিকে আঁধার বড় একা লাগে! 
আঁধারেতে দাও আলো প্রভু 
মনে যে আশা জাগে।

আহাঃ! কি আনন্দ! 
জি ডি বিড়লার আকাশে বাতাসে!
অধ্যক্ষার অপসারণ,
হতাশে শিশুর মরণ?
জয়ের আবেশে অভিভাবক হাসে উল্লাসে!!
( লেখা ৬ই ডিসেম্বর'২০১৭)

ডঃ প্রিয়াঙ্কা রেড্ডি কে দরিন্দও কা এনকাউন্টার!
মানবতাবাদী জলদি উতার!!

ডঃ প্রিয়াঙ্কা রেড্ডি কো ইনসাফ!
ইন্তেজার মে হ্যায় দেশ 
কুছ দিনোমে হনেবালা হ্যায় ফির 
বলাৎকার খোফনাক!!

মানবতার ঠিকাদার, আইনের ঠিকাদার ও 
রাজার নীতির ঠিকাদাররা নেবে পড়েছে ময়দানে 
ডঃ দিশার বলাৎকারীদের এনকাউন্টার প্রশ্নে!! বাহঃ!!!

মেনকা গান্ধী পশু প্রেমী হ্যায় 
ইসলিয়ে নারী হোতে হুয়ে ভি 
ডঃ দিশা কে ফেবার মে নেহি হ্যায়! 
বলাৎকারী পশু কে পখস্ মে হ্যায়!?

রাম রাজ্য মে এক ব্রাহ্মণ পুত্র কি অসময় মে মৃত্যু হুয়া থা 
ইসলিয়ে রামসে পিতা জবাব মাঙ্গা থা 
আগর এয়াসা ঘটনা হোতা তো ক্যা হোতা!
( লেখা ৬ই ডীসেম্বর'২০১৯)

দেশ মে আজ যো পরিস্থিতি হ্যায় 
উসমে লেড়কিও কো লিয়ে সাচমুচ
সাইকেল ইয়া পড়ায় সে জরুরী হ্যায় রিভলবার?

রেপ আজ এক তামাশা হ্যায় 
আউর ইসসে জাদা তামাশা হ্যায় 
বিচারব্যবস্থা! মানবতাবাদ!

মহিলা সাংসদ, বিধায়ক, নেত্রী 
আজ বলাৎকারীর এনকাউন্টার প্রশ্নে বিভক্ত!
কেন? পুরুষতান্ত্রিক সমাজ! তাই!?

পুরুষতান্ত্রিক সমাজে নারী 
তোমার প্রকৃত শত্রু কে তা জানো কি!? 
যদি না জানো তাহ'লে নারী তুমি আগে 
নারীকেই জিজ্ঞেস করো!!

নারী তুমি পুরুষের বিরুদ্ধে কিছু বলার আগে, 
বিষোদ্গার করার আগে, নারীবাদী হওয়ার আগে 
তোমার প্রকৃত শত্রু কে তা আগে চিনে নাও!

এখনও কি সময় আসেনি 
কে নারী আর কে আনাড়ি  
তার দুধ কা দুধ আর পানি কা পানি 
প্রমাণ হওয়ার!?

কে আজ নারী? কে আনাড়ি নারী?
বলাৎকারীর পক্ষে যে সে 
নাকি যে বিপক্ষে!?

পশু চিকিৎসক ডঃ প্রিয়াঙ্কা রেড্ডির ( দিশা) পক্ষে 
নেই পশু প্রেমিক মেনকা গান্ধী!?!?
( লেখা ৬ই ডিসেম্বর'২০১৯)

খারাপ কাজে সমাজে কোনও বাধা নেই, 
নেই সংশোধনের জন্য তেমন আলোচনা, 
সমালোচনা বা পর্যালোচনা! 
কিন্তু ভালো কাজে সীমাহীন বাধা ও কটু সমালোচনা! 
তাও আবার সমাজের ভালো মানুষের (?) কাছ থেকে।
সত্য বন্ধু! কি বিচিত্র এই মানুষ!!

বন্ধু!
তাত্ত্বিক আমেজে ডুবে থেকে সত্য দর্শন আর 
বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তার প্রয়োগ ও প্রকৃত অনুভূতি 
এই দুইয়ের মাঝে হাজার যোজন ফাঁক!
( লেখা ৬ই ডিসেম্বর' ২০২১)

























No comments:

Post a Comment