Powered By Blogger

Wednesday, December 11, 2024

বিচিত্রা ৬৩

ক্রোধ যখন অসীম হ'য়ে ওঠে তখন
তাঁর সীমার মাঝে হয় অবস্থান;
বহির্প্রকাশ হয় হাসিতে, হাসি হয় ম্লান হাসি।
তা' হয় ভয়ঙ্কর!! সাবধান।

তাঁর ইচ্ছার মাঝে নিজের ইচ্ছার 
কোদাল চালাতে যেও না। 
নিজের ইহকাল পরকাল খেও না। 
তিনি যেমন দয়াল তেমনি কিন্তু ভয়াল! 
মনে রেখো।

বৃত্তি-প্রবৃত্তিতে করছো তেল মালিশ, 
দিচ্ছো তাঁর কাজে বাঁধা? 
ভোঁদাদের নিয়ে পড়েছো বেরিয়ে 
বেকুব তুমি, তুমি হাঁদা।

আমি যদি কিছু ভুল ক'রে থাকি 
তা' আমায় করতে দাও।
আমি ভুল বুঝলে ভালো
নইলে আমাতে না দিয়ে মন 
তোমার কাজ তুমি ক'রে যাও।

তোমার এত সময়? 
খালি আমার ভুল ধরো! 
কথায় আছে, 
অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, 
সেই কারখানায় কেন পিষে মরো!? 
এসো তাঁর মিশন রশি ধরো।

মানছি আমি, না হয় আমার, 
আছে অনেক দোষ।
আমারটা আমার থাক;
শুধু বলি, 
তাঁর ইচ্ছায় চলো তুমি হ'য়ে খাঁটি, 
হ'য়ে নির্দোষ।

মন্দটাই দেখলে শুধু
চোখে পড়লো না ভালো?
আঁখি তারা রেখেছে ঢেকে
ঘন অন্ধকার কালো!

ঈশ্বরের কাজ ঈশ্বর করেন 
তুমি কেন সাজতে চাও ঈশ্বর!? 
ঈশ্বর যখন স্বয়ং আসেন নেবে 
তখন কেন করো জন্ম বৃথা, 
জানো তো এই পৃথিবী নশ্বর!

জন্মে দোষ না থাকলে পরে 
কেউ কি সাজে ঈশ্বর! সাজে গুরু! 
জন্ম বিজ্ঞান না মানলে পরে
খুঁজে পাবে না এর কোথায় শেষ, 
কোথায় শুরু।
( লেখা ১১ই ডিসেম্বর'২০১৭)

দীক্ষা মানে কি?
দীক্ষা মানে চরণ পূজার স্কুল ছেড়ে
জীবন্ত ঈশ্বরের চলন পূজার স্কুলে ভর্তি হওয়া।
চরণ পূজা নয়, চলন পূজা।

বাংলাদেশ কা রাজধর্ম ইসলাম হ্যায়!
পাকিস্তান কা রাজধর্ম ইসলাম হ্যায়!
আফগানিস্তান কা রাজধর্ম ইসলাম হ্যায়!
ভারত কা ক্যা হ্যায়!?
( লেখা ১১ই ডিসেম্বর'২০১৯)

No comments:

Post a Comment