Powered By Blogger

Saturday, December 7, 2024

বিচিত্রা ৫৮

হে দয়াল! 
যদি সত্যিই আমি তোমায় 
অকপট হৃদয়ে ভালোবেসে থাকি 
তবে আমি শবরীর মতো অপেক্ষা করতে পারবো না।
তুমি এসো, দয়া করো, দেখা দাও।
৭ই ডিসেম্বর'২০২২)

মতবিরোধ হ'ক ক্ষতি নাই
কিন্তু বন্ধু মনোবিরোধ যেন না হয়।

মতবিরোধ হ'লে যদি হয় মনোবিরোধ
তবে কেন বলো নিজেরে বালক সুবোধ!?
( লেখা ৭ই ডিসেম্বর'২০১৮)

প্রভুকে মানি প্রভুর প্রিয়াত্মজকে মানি না!
ইষ্টপ্রাণতার ভন্ডামি কিনা তা' জানি না!!
প্রভু তুমি কি তা' জানো!?

গড়তে গেলেই ভাঙার পাগল নেশা 
মনের মাঝে কেন চেপে ধরে?
বেসামাল বৃত্তি-প্রবৃত্তি নাকি জৈবী সংস্থিতির 
গোঁজামিলের তরে!?

প্রতিবাদ আন্দোলন মানেই 
মারামারি ঝগড়াঝাঁটি!?
হৃদয় মাঝে বৃত্তি-প্রবৃত্তির বিষাক্ত ঢেউ 
করে উথাল পাতাল করবে ব'লে সব মাটি।

ঈশ্বর আরাধনা নাকি আত্মপ্রচারের সাধনা?
আরাধনার আড়ালে সাধনার শয়তান 
হাসছে কুটিল হাসি, ব্রহ্মতালুতে মারবে ছোবল;
অপেক্ষা করো, দিচ্ছে হানা।

রাত গভীর ফাঁকা নীড়
শুধু তুমি আর আমি
কেউ নেই মাঝে;
বক্ষ মাঝে হঠাৎ ওঠে ঝড় 
কে যেন ব'লে ওঠে, 
ওরে ধর, ধর, ক'ষে ধর; 
দেরী কি আর সাজে!?
শয়তান তুলেছে ফণা মাথার মাঝে
ছোবল মারবে ব'লে।

যেখানেই যাও আর যাই-ই করো 
শুরু থেকে শেষে দেখতে পাবে
অবধারিত অন্তহীন মতবিরোধ!
আর মতবিরোধ যেখানে অবধারিত
দেখতে পাবে মনবিরোধ সেখানে।
কারণ বহু আগে দেখেছিনু 
অবাঞ্ছিত জন্ম রোধে ফুটো নিরোধ!!

হায়! শিশু, ভগবান নাকি তুমি! 
রাতুল চরণ তোমার চুমি!!
বিশুরা সব মিলি রচিয়াছে 
তোমার জন্য এক সুন্দর বধ্যভূমি!!!
( লেখা ৭ই ডিসেম্বর'২০১৭)























No comments:

Post a Comment