Powered By Blogger

Sunday, December 22, 2024

উপলব্ধিঃ সংশয়।

অনেকদিনের সংশয় এক লহমায় দূর হ'য়ে গেল!

"সবাইকে নিয়ে চলতে যাবো কেন? সবাই আমার কে হয়, শুনি? আমি শুধু ঠাকুর নিয়ে চলবো, সবাই আমার সঙ্গে চলবে। সবাইকে নিয়ে যে চলতে চায় সে ঐ মন্দিরের ঘন্টার মতো,---------যে আসে ঘন্টার মতো ঢং ঢং ক'রে বাজিয়ে চলে যায়।"------শ্রীশ্রীআচার্যদেব।

শ্রীশ্রীআচার্যদেবের রাঙা চরণে কোটি কোটি প্রণাম।
বাপ কা বেটা সহিস কা ঘোড়া
কুছ নেহী তো থোড়া থোড়া।
কে আছিস কোথায়?
দয়াল ঠাকুরের ঝলক
দেখবি যদি আয়
সদলবলে হেথায়!!---প্রবি। 
( লেখা ২২শে ডিসেম্বর'২০২২)




May be an image of 1 person, indoor and text that says 'Satsang Vihar Bengaluru luru'

No comments:

Post a Comment