ধর্ম্মান্তর পাপ, ঘোর পার, ভয়ংকর পাপ। কৃষ্টি ও সংস্কৃতির প্রতি নির্ম্মম বলাৎকার। কনভার্শান্টাই যে পাপ, অবৈজ্ঞানিক, ভুল, মহাভুল এটাই যখন সনাতনীরা জানে না তখন বালখিল্য সনাতনের প্রচার না করায় ভালো। কোনও ধর্মমতের লোকের অত্যাচারে, ভুল ব্যাখ্যায় ভুল বুঝিয়ে বা ভুল বুঝে , অর্থ ও খাবারের লোভে বা লোভ দেখিয়ে যে নিজের ধর্ম ত্যাগ করে বা ধর্ম্মান্তর করায় সংখ্যা বাড়ানোর জন্য তা' কোনও ধর্মের প্রফেটরা স্বীকৃতি দেননি, দেননা, ঘৃণ্য ও পাপ কাজ ব'লে তাঁরা বর্ণনা ক'রে গেছেন।
মুসলমান যুবকটির মুসলমান ধর্ম ছেড়ে সনাতন ধর্ম গ্রহণ বা সনাতন বা হিন্দু ধর্ম ছেড়ে অন্য কোনও ধর্মের অন্য কারও ধর্ম গ্রহণ করা অন্যায়, ভুল ও মহাপাপ। যেমন হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধ বা অন্য কোনও ধর্মের মানুষ নিজ ধর্ম্মমত ত্যাগ ক'রে অন্য ধর্মমত গ্রহণ করার অর্থ হ'লো আমি আমার নিজস্ব জন্মগত কৃষ্টি, সংস্কৃতি, আমার ঐতিহ্যকে পদলিত ক'রে, অস্বীকার ক'রে, অপমান, অশ্রদ্ধা ক'রে, নির্ম্মম, নিষ্ঠুর বলাৎকার ক'রে অন্যের কৃষ্টি, সংস্কৃতিকে গ্রহণ করেছি। যে নিজের বাপকে অস্বীকার ক'রে অন্যের বাপকে বাপ ব'লে পরিচয় দেয় তার মুখে কোনও ধর্মের কথা, বেদের কথা, সনাতন ধর্মের কথা মানায় না। সনাতন ধর্ম বা বেদ আর অন্য যে কোনও ধর্ম্মমতের কোনও গ্রন্থ ধর্ম্মান্তর সমর্থন করে না। কোনও ধর্মমতের প্রফেটরা কখনোই ধর্ম্মান্তরের কথা বলননি। তাঁদের মুখনিঃসৃত কোনও বাণীতে তার সমর্থন নেই। মুসলমান যুবকটি তার ধর্মের মধ্যে থেকেই সনাতন ধর্মের বৈশিষ্ট্যকে পালন করতে পারতো। হিন্দু বা অন্য যে কোনও ধর্ম্ম মতের মধ্যে থেকেই অন্য অন্য ধর্মমতের প্রফেটরা যা যা ব'লে গেছেন তা পালন করতে পারে। এর জন্য কোনও ধর্ম্মমত ত্যাগ করতে হয়না। পিতৃপুরুষের পরিচয় ত্যাগ করতে হয় না।
আর, বর্ণ নিয়ে, জাত নিয়ে আরও গভীর পড়াশুনা করুক যারা বর্ণ, জাত নিয়ে জ্ঞানগর্ভ ভুলভাল বালখিল্য ভাষণ দেন। জাত না থাকলে জাতির সৃষ্টি হয় না। জাতের থেকেই জাতির সৃষ্টি হয়। বক্তারা কুকুর, বিড়াল, গরু, মাছ, গাছ ইত্যাদি অনেক কিছুই বলছেন। কিন্তু তারা আলাদা আলাদা জাতের হ'লেও তাদের মধ্যেও সম্পূর্ন আলাদা আলাদা জাত আছে, আছে বৈশিষ্ট্য। সে কথা জানেন না। আর, গীতার শ্রীকৃষ্ণের কথা তুলে যে কথা বলছে সদ্য সদ্য কনভার্টেড হওয়া হিন্দু , বলতে গিয়ে গীতার গুণ ও কর্ম অনুযায়ী বর্ণ ভেদের স্বপক্ষে বলিষ্ঠ উদাহরণ দিতে গিয়ে অমিতাভ বচ্চনের কথা তুলে ছেলে অভিষেকের অভিনয়ের তফাৎ নিয়ে বালখিল্য উদাহরণ দিচ্ছে সেখানেও গীতায় শ্রীকৃষ্ণের ভাষ্যের গভীরে না পৌঁছে ভাসা ভাসা কথা ব'লে জাতের কথা বল্ছে। জাত যে রক্তে থাকে। রক্তের শুদ্ধতা রক্ষা হ'লে রক্ত যে জাতকে রক্ষা করে সে ব্যাপারে ধারণায় নেই। এটা পৃথিবীর সব ফ্যামিলির স্বামীস্ত্রী ও তাদের ছেলেমেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য। অমিতাভ বচ্চনের ছেলে বাপের মত হয়নি তার কারণ বিবাহ বিজ্ঞান, বিবাহ বিভ্রাট ও জন্ম রহস্য, জন্ম ধারা, মিলন মুহূর্তের মানসিক, শারীরিক ও আত্মিক, আধ্যাত্মিক অবস্থান এই সমস্ত বিষয় যে একটা বিরাট বিজ্ঞান সেই সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না নিয়েই কালকের যোগী ভাতকে অন্ন বলার মত যে কেউ ধর্ম, ঈশ্বর, জীবন্ত ঈশ্বরদের ব'লে যাওয়া ধর্মগ্রন্থগুলির ওপর নিজের নিজের মত ব্যাখ্যার বলাৎকার ক'রে চলেছে। আমরা সৎসঙ্গীরাও একই নৌকোর যাত্রী।
সত্য ধর্ম! কি বিচিত্র এই ধর্ম্মাবলম্বীরা!! প্রবি।
( লেখা ২৪শে সেপ্টেম্বর'২৪)
No comments:
Post a Comment