Powered By Blogger

Thursday, December 5, 2024

কবিতাঃ অজাতশত্রু শুদ্ধাত্মা!

নামেতে অজাতশত্রু সাথে শুদ্ধাত্মা
অন্যদিকে অশ্রদ্ধা অসম্মানের
বিষাক্ত বিষে হৃদয় ভরা এক জীবাত্মা!
কিমাশ্চর্যম!!
কি মজা, কি মজা 
সবাই দ্যাখ না তোরা।
নিজেই হয় নিজের যম
ঘোর কলির পাপাত্মা।
একদিকেতে অজাতশত্রু শুদ্ধাত্মা!
অন্যদিকে বিষাক্ত বিষে হৃদয় ভরা পাপাত্মা!!

নিজের ঢাক নিজেই পেটায়
দেখবি যদি আয় না তোরা ওরে
কে কোথায় আছিস সব
দেখে যা তোরা কলির শত্রুহীনা
শুদ্ধ আত্মার কলির প্রেমীরে
দেখে মনে হয় যেন জ্যান্ত শব!!

নিন্দা কুৎসা যার জিভের ডগায়
হিস হিস শব্দে সদা তুলছে ফণা
অজাতশত্রু শুদ্ধাত্মা ক্রমশ বাড়ায় শত্রু
আর, হচ্ছে আত্মা অশুদ্ধ ষোলোআনা।
(লেখা ৫ই ডিসেম্বর'২০১৮)

No comments:

Post a Comment